Lok Sabha Election 2024: জঙ্গিপুরে প্রথমবারের জন্য ফুটবে পদ্ম? ভোট সমীকরণে উঠে আসছে যে ইঙ্গিত
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Lok Sabha Election 2024: গতবার মাফুজা খাতুন এই আসনে যথেষ্ট ভাল লড়াই দিয়েছিলেন। এবার বিজেপি উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষকে জঙ্গিপুরে প্রার্থী করেছে
মুর্শিদাবাদ: সংখ্যালঘু অধ্যুষিত জঙ্গিপুর লোকসভায় কি এবার মিরাকেল ঘটবে? প্রথমবারের জন্য ফুটবে পদ্ম? একদা বাম দুর্গ হিসেবে পরিচিত ছিল জঙ্গিপুর। ২০০৪ সালে অধীর চৌধুরীর হাত ধরে প্রণব মুখোপাধ্যায় জয়ী হন এই জঙ্গিপুর লোকসভা আসনে। তারপর প্রণব ইউপিএ সরকারে কার্যতর নম্বর-টু হয়ে উঠেছিলেন। এই কেন্দ্র থেকে পরপর দুবার জয়ী হয়েছিলেন প্রণব। পরবর্তীতে রাষ্ট্রপতি হয়ে তিনি সাংসদ পদে ইস্তফা দিলে কংগ্রেসের টিকিটে এখান থেকে জয়ী হন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূলের খলিলুর রহমানের কাছে জঙ্গিপুরে হেরে যান অভিজিৎ।
গতবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর কেন্দ্রে বামেদের পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। মাফুজা খাতুন এই আসনে যথেষ্ট ভাল লড়াই দিয়েছিলেন। এবার বিজেপি উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষকে জঙ্গিপুরে প্রার্থী করেছে। তিনি সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকাতে নির্বাচনী প্রচার করছেন। কার্যত চষে ফেলছেন গোটাই এলাকা।
advertisement
advertisement
চৈত্রের চড়া রৌদ্রকে উপেক্ষা করেই ভোটের নির্বাচনী প্রচার চালাচ্ছেন ধনঞ্জয় ঘোষ। শরীরকে সুস্থ রেখে এবং কর্মী ও সমর্থকদেরকে মন চাঙ্গা রেখে কীভাবে ভোট করা যায় তার রণকৌশল তিনি বলছেন প্রচারের ফাঁকে ফাঁকে। গত পঞ্চায়েত নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কিছু জায়গা ভাল ফল করেছিল বিজেপি। সেটাই এবারের ভোটে তাদের অন্যতম আত্মবিশ্বাসের কারণ।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2024 9:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: জঙ্গিপুরে প্রথমবারের জন্য ফুটবে পদ্ম? ভোট সমীকরণে উঠে আসছে যে ইঙ্গিত
