Lok Sabha Election 2024: মাথায় পুজোর ডালি নিয়ে অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরে বিজেপির অসীম সরকার

Last Updated:

Lok Sabha Election 2024: অগ্ৰদ্বীপের গোপীনাথ মন্দিরে শুক্রবার অসীম সরকারকে পুজো দিতে দেখা যায়। মাথায় পুজোর ডালি নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেন তিনি

+
অসীম

অসীম সরকার 

পূর্ব বর্ধমান: কাটোয়া-২ ব্লকের একটি জনপদ অগ্রদ্বীপ। প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে গোপীনাথের মেলা বসে এখানে। অগ্রদ্বীপের এই মেলার কেন্দ্রবিন্দুতে থাকেন গোপীনাথ রুপী কৃষ্ণ এবং তার পরম ভক্ত গোবিন্দ ঘোষ। আজও গোবিন্দ ঘোষের তিরোভাব তিথিতে আয়োজিত হয় তাঁর শ্রাদ্ধানুষ্ঠান। বিরল এই দৃশ্যের সাক্ষী হতে পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপে আসেন দূর দূরান্ত থেকে বহু মানুষ। এবারে সেই অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরে পুজো দিলেন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তথা বিধায়ক অসীম সরকার।
এদিকে অগ্রদ্বীপের গোপীনাথের মেলা প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি বলেন, প্রায় ৫০০ বছর অতিক্রান্ত করল এই মেলা। এখানে ভক্তের শ্রাদ্ধ করেন ভগবান। প্রত্যেক বছর ২ দিন মেলা হয়। কিন্তু তিথির জন্য এবছর ৩ দিন মেলা চলবে। এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই মেলা। অগ্ৰদ্বীপের এই গোপীনাথ মন্দিরে পুজো দিতে এসেছেন বহু মানুষ।
advertisement
advertisement
এই মন্দিরে পূর্বে অনেক নেতা, প্রশাসনিক আধিকারিকদেরও উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। জোর কদমে প্রচার চালাচ্ছে সকলেই। তারই অংশ হিসেবে অগ্ৰদ্বীপের গোপীনাথ মন্দিরে পুজো দেন অসীম সরকার।
advertisement
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী হলেন অসীম সরকার। লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় তিনি প্রচার চালাচ্ছেন। সেরকমই অগ্ৰদ্বীপের গোপীনাথ মন্দিরেও শুক্রবার তাঁকে পুজো দিতে দেখা যায়। মাথায় পুজোর ডালি নিয়ে তাঁকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেখা যায়।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: মাথায় পুজোর ডালি নিয়ে অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরে বিজেপির অসীম সরকার
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement