Kapilmuni Ashram: আবার তলিয়ে যাবে কপিলমুনির আশ্রম! সামনের রাস্তায় ভাঙনে আতঙ্কিত স্থানীয়রা

Last Updated:

Kapilmuni Ashram: ভাঙন আটকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। কখনও ট্রেটাপড ফেলে, কখনও বাঁধ দিয়ে ভাঙন রোখার চেষ্টা হয়েছে। কিন্তু ভাঙন আটকানো যাচ্ছে না

+
ভাঙনের

ভাঙনের মুখে সাগরপাড়ের রাস্তা 

দক্ষিণ ২৪ পরগনা: আবার‌ও ভাঙনের কবলে কপিলমুনি আশ্রমের সামনের রাস্তা। ফলে সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয়রা। পরিস্থিতি বেশি খারাপ হওয়ার আগে দ্রুত সমস্যা সমাধানের দাবি তুলেছেন তাঁরা। এই ভাঙন আটকানো না গেলে কপিলমুনি আশ্রম একসময় জলের তলায় তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা।
এই পরিস্থিতিতে ভাঙন আটকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। কখনও ট্রেটাপড ফেলে, কখনও বাঁধ দিয়ে ভাঙন রোখার চেষ্টা হয়েছে। কিন্তু ভাঙন আটকানো যাচ্ছে না। নতুন করে অমাবস্যার কোটালের পর পরই উত্তাল হয়েছে সমুদ্র। সমুদ্রের জলের ধাক্কা সরাসরি লাগছে সমুদ্রের পাশে থাকা কংক্রিটের ঢালাই রাস্তাতে। যর জেরে চার নম্বর স্নান ঘাটের ঢালাই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে যাওয়া জায়গাটিতে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে।
advertisement
advertisement
এই নিয়ে শেখ সামিউল্লাহ নামে এক স্থানীয় বাসিন্দা জানান, গঙ্গাসাগর মেলার সময় কোটি কোটি টাকা খরচ করা হয়। অস্থায়ীভাবে রাস্তাও তৈরি করা হয়। কিন্তু এই ভাঙন সমস্যার যদি স্থায়ী সমাধান করার হয় তাহলে খুব ভাল হয়। এই নিয়ে জিবিডিএ-র ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র জানান, সমস্যা সমাধানের সবরকম চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় সমাধানসূত্র বের হবে। এখন দেখার অদূর ভবিষ্যতে কী হয় সেখানে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kapilmuni Ashram: আবার তলিয়ে যাবে কপিলমুনির আশ্রম! সামনের রাস্তায় ভাঙনে আতঙ্কিত স্থানীয়রা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement