Traffic Jam: সামান্য ঝড়-বৃষ্টিতেই উপড়ে পড়ল গাছ, ব্যাপক যানজট শহরে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Traffic Jam: পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাড়ে সূর্য মন্দিরের সন্নিকটে একটি বড় গাছ সামান্য ঝড়েই ভেঙে পড়ে। আর তাতেই ব্যাপক যানজট হয় শহরে
পুরুলিয়া: অবশেষে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির দেখা মিলেছে। এদিন প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। পুরুলিয়াতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে বৃষ্টির অপেক্ষায় ছিল জেলার মানুষ। অবশেষে স্বস্তি পেয়েছেন সকলে। তবে এরই মধ্যে সামান্য ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে যানজট তৈরি হল পুরুলিয়া শহরে।
পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাড়ে সূর্য মন্দিরের সন্নিকটে একটি বড় গাছ সামান্য ঝড়েই ভেঙে পড়ে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে। গাছ ভেঙে পড়ে যাওয়ার সময় তার ডালপালার সঙ্গে জড়িয়ে বিদ্যুতের তার ঝুলে পড়ে রাস্তার উপর। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহরে। যান চলাচল একপ্রকার বন্ধ হয়ে যায়। এর ফলে নানান সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।
advertisement
advertisement
সামান্য ঝড় বৃষ্টিতেই এই বিপত্তি ঘটায় চিন্তিত শহরের মানুষজন। কারণ বৃষ্টিপাত বাড়লে কী হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এদিকে গাছ পড়ে গুরুত্বপূর্ণ এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বুধবার ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে শহরবাসীদের। খবর দেওয়া হয় পুরসভায়। পরবর্তীতে তারা গাছটি রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2024 1:29 PM IST