Murshidabad News: শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে সব..., লিচুর ফলন কম, মাথায় হাত পড়ল চাষিদের, এবার কী হবে?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Murshidabad News: মুর্শিদাবাদ ও মালদা জেলার লিচু বেশি জনপ্রিয়। কিন্তু সেই লিচু ব্যবসায়ীদের এবার মাথায় হাত। এমনিতেই আকাশে বৃষ্টি নেই। ফলে লিচুর ফলন কম। তার উপর যদি গাছের পাকা লিচু বিক্রি করতে না পারি তা হলে পুরো টাকাটাই জলে চলে যাবে।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ ও মালদা জেলার লিচু বেশি জনপ্রিয়। কিন্তু সেই লিচু ব্যবসায়ীদের এবার মাথায় হাত। দিনের পর দিন বেড়েই চলেছে তাপমাত্রা। প্রত্যেকদিন একের পর এক রেকর্ড করছে তাপমাত্রার পারদ, সাধারণ মানুষ থেকে পশুপাখি গরমে নাজেহাল সবাই। চিকিৎসকেরাও এই তাপপ্রবাহ থেকে বাঁচতে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন।
জানা যায়, যে বাগানের লিচু বিদেশে রফতানি হত, এ বছর সেই সব বাগানে লিচু নেই বললেই চলে। সারাবছর এই বাগান থেকে যা রুজি রোজগার হত তা দিয়েই সংসার চলত লিচু বাগান মালিকদের। তবে এবছর ঘটল ব্যতিক্রম। লিচু কম ও সাইজে ছোট হওয়ায় মাথায় হাত মুর্শিদাবাদ জেলার ফরাক্কা বেনিয়াগ্রামের লিচু বাগান মালিকদের।
advertisement
advertisement
লিচু বাগান মালিক জানান, এই বছর লিচু এতটাই কম হয়েছে যে লিচুতে স্প্রে করা বাগান যোগানদার রাখা বা যাবতীয় খরচ উঠছে না। এছাড়াও লিচুর সাইজ ও খুব ভাল নয়। প্রত্যেক বছর এই বাগান থেকে ভিন রাজ্য ও বিদেশে লিচু রফতানি করার জন্য ক্রেতাদের ভিড় থাকত চোখে পড়ার মতো। মানুষ লিচু কেনার ও দেখার জন্য ভিড় জমাত। তবে সারাবছর কিভাবে সংসার চালাব সেই চিন্তা করছি।
advertisement
ফলে, লিচুর মরশুম শুরু হয়ে গেলেও মুখ থুবড়ে পড়েছে বেচাকেনা। আশপাশের এলাকার মানুষের কেনার সামর্থ্য না থাকায় লিচুর চাহিদাও নিম্নমুখী। দেখা যায় ছোট লিচুর কুড়ি তপ্ত রোদে শুকিয়ে গিয়ে কাঠ হয়ে যাচ্ছে। চাষীদের কথায়, এমনিতেই আকাশে বৃষ্টি নেই। ফলে লিচুর ফলন কম। তার উপর যদি গাছের পাকা লিচু বিক্রি করতে না পারি তা হলে পুরো টাকাটাই জলে চলে যাবে।’
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2025 9:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে সব..., লিচুর ফলন কম, মাথায় হাত পড়ল চাষিদের, এবার কী হবে?
