Suniti Kumar Chattopadhyay: হাওড়ার গর্ব ভাষাচার্য্য সুনীতিকুমার! বাংলা ভাষা-সংস্কৃতির ইতিহাস অনুসন্ধানে অসীম অবদান, আজও দিশা দেখাচ্ছে তাঁর কাজ

Last Updated:

Suniti Kumar Chattopadhyay: বাংলা ভাষা ও সংস্কৃতির শিকড় সন্ধানে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের অবদান আজও চিন্তা-চেতনায় অমূল্য হয়ে রয়েছে। ভাষাতত্ত্ব ও ভারতীয় আর্য ভাষার উৎপত্তি ও বিকাশ নিয়ে তাঁর গভীর গবেষণা আজও সমানভাবে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বলে মনে করে বিশেষজ্ঞ মহল।

+
সুনীতিকুমার

সুনীতিকুমার চট্টোপাধ্যায়

হাওড়া, রাকেশ মাইতিঃ ভাষাচার্য্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়। প্রখ্যাত ভাষাবিদ ও সংস্কৃতিবিদ ছিলেন তিনি। ১৮৯০ সালে শিবপুর প্রবোধ ভবনে জন্ম। বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস অনুসন্ধানে যাঁর অবদান আজও দিশা দেখায়, তিনি আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়। সারা বছর দূরদূরান্ত থেকে বহু মানুষ তাঁর জন্মভিটে দর্শন করতে আসেন। পরিবারের দাবি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মূর্তি স্থাপন করা হোক ও বাড়ি সংলগ্ন রাস্তাটি তাঁর নামে নামাঙ্কিত করা হোক।
ভাষাতত্ত্ব ও ভারতীয় আর্য ভাষার উৎপত্তি ও বিকাশ নিয়ে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের গভীর গবেষণা আজও সমানভাবে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বলে মনে করে বিশেষজ্ঞ মহল। ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’, ‘ভারতীয় ভাষাসমূহের উৎপত্তি ও বিকাশ’, ‘ইন্দো-আর্য ভাষা ও সংস্কৃতি’ সহ একাধিক গবেষণাগ্রন্থের মাধ্যমে তিনি বাংলা ভাষার বৈজ্ঞানিক ভিত্তি সুদৃঢ় করেন। সংস্কৃত, প্রাকৃত ও অপভ্রংশের ধারাবাহিকতায় কীভাবে বাংলা ভাষার বিকাশ ঘটেছে, তা তিনি তথ্য-নির্ভর বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরেছিলেন।
advertisement
আরও পড়ুনঃ চাষের পদ্ধতি বদল করতেই ঘুরল ভাগ্যের চাকা! নয়া উপায়ে খরচ কম, ফলন বেশি, কয়েক গুণ বেশি লাভ করছেন মিনাখাঁর চাষিরা
বিশেষজ্ঞদের মতে, সুনীতিকুমার কেবল ভাষাবিদই নন, ছিলেন একজন সংস্কৃতিবিদও। লোকসংস্কৃতি, জাতিসত্ত্বা, ঐতিহ্য ও ভাষার পারস্পরিক সম্পর্ক তিনি গভীরভাবে বিশ্লেষণ করেছেন। তাঁর মতে, ভাষাই একটি জাতির সংস্কৃতির প্রধান বাহন- এই চিন্তাভাবনাই আজও আধুনিক শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পথপ্রদর্শক।
advertisement
advertisement
বর্তমান বিশ্বায়নের যুগে যখন মাতৃভাষার ব্যবহার ও চর্চা নানা চ্যালেঞ্জের মুখে, তখন সুনীতিকুমারের চিন্তাধারা নতুন করে গুরুত্ব পাচ্ছে। বাংলা ভাষার স্বকীয়তা এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষার প্রশ্নে তাঁর লেখাগুলি আজও প্রাসঙ্গিক বলে মত ভাষাবিদদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সমগ্রভাবে বলা যায়, বাংলা ভাষা ও সংস্কৃতির শিকড় সন্ধানে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের অবদান সময়ের সীমানা ছাড়িয়ে আজও চিন্তা-চেতনায় অমূল্য হয়ে রয়েছে। হাওড়া শিবপুরে ‘প্রবোধ ভবন’ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্মভিটে। এই বাড়ি সংলগ্ন রাস্তাটির নাম ‘ভাষাচার্য্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়’ রাখা হলে আরও বেশি তাঁকে স্মরণ করা যাবে বলেই জানান পরিবারের সদস্য সৌভিক মুখোপাধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suniti Kumar Chattopadhyay: হাওড়ার গর্ব ভাষাচার্য্য সুনীতিকুমার! বাংলা ভাষা-সংস্কৃতির ইতিহাস অনুসন্ধানে অসীম অবদান, আজও দিশা দেখাচ্ছে তাঁর কাজ
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement