Agriculture News: চাষের পদ্ধতি বদল করতেই ঘুরল ভাগ্যের চাকা! নয়া উপায়ে খরচ কম, ফলন বেশি, কয়েক গুণ বেশি লাভ করছেন মিনাখাঁর চাষিরা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Agriculture News: এই পদ্ধতিতে শসা, কুমড়ো, বেগুন, লঙ্কা সহ নানা সবজি চাষ করে সাফল্যের মুখ দেখছেন কৃষকরা। আগাছা নিয়ন্ত্রণ, সেচের খরচ কমা ও রোগ-পোকার আক্রমণ কম থাকায় কীটনাশকের ব্যবহারও ন্যূনতম। ফলন বাড়ছে, সেই সঙ্গে লাভও কয়েক গুণ বেশি।
মিনাখাঁ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ পলি মালচিং পদ্ধতিতে চাষ করে লাভের দিশা দেখছেন মিনাখাঁর কৃষকরা। উপকৃত হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁর জয়গ্রাম, কুমারজোল এলাকার শতাধিক কৃষক। চিরাচরিত পদ্ধতিতে চাষ করে আর্থিক সাফল্য না আসায় কৃষকদের আগ্রহ কিছুটা কমে গিয়েছিল। কিন্তু কৃষি দফতরের উদ্যোগে প্রশিক্ষণ ও পরামর্শ পাওয়ার পর তাঁরা নতুনভাবে এগিয়ে এসেছেন। মাটির উপর পাতলা পলিথিন শিট বিছিয়ে গাছের গোড়া ঢেকে দেওয়ার বিশেষ এই পদ্ধতির নামই পলি মালচিং। মূলত চিন ও জাপানে বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য ব্যবহৃত এই প্রযুক্তি এখন এলাকায় দারুণ জনপ্রিয় হয়েছে।
মালচিং বসানোর ফলে মাটি আর্দ্র থাকে, ঘাস-আগাছার প্রকোপ কম হয়। ফলে বারবার নিড়ানি করার খরচ অনেকটাই বাঁচে। একইসঙ্গে মাটি ফাটে না, শিকড়ের বৃদ্ধি স্বাভাবিক থাকে। চাষিরা জানাচ্ছেন, বৃষ্টির সময় জল জমা হওয়ার সমস্যা কমে যায় ও গরমে মাটির জল দ্রুত শুকিয়ে যায় না। ফলে সেচের খরচ কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে মোট ব্যয়ের উপর।
advertisement
আরও পড়ুনঃ ট্রেন দুর্ঘটনায় পা হারিয়েও দমে যান নি! অদম্য ইচ্ছেশক্তিতে দুর্গম শৃঙ্গ জয়, মিলেছে রাষ্ট্রপতি পুরস্কার! যুব সমাজের নতুন অনুপ্রেরণা ‘উদয়’
এই পদ্ধতিতে শসা, কুমড়ো, বেগুন, লঙ্কা সহ নানা সবজি চাষ করে সাফল্যের মুখ দেখছেন কৃষকরা। আগাছা নিয়ন্ত্রণ, সেচের খরচ কমা ও রোগ-পোকার আক্রমণ কম থাকায় কীটনাশকের ব্যবহারও ন্যূনতম। ফলন বাড়ছে, সেই সঙ্গে লাভও কয়েক গুণ বেশি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক কৃষক জানান, আগে সাধারণভাবে চাষ করতেন, এখন মালচিং ব্যবস্থায় খরচ কম হয়েছে, ফলনও অনেক বেশি হওয়ায় বাজারে ভাল দাম পাওয়া যাচ্ছে। বর্তমানে গ্রাম জুড়ে অনেকেই এই পদ্ধতিতে চাষের দিকে ঝুঁকছেন। কেউ কেউ জমি বাড়িয়েছেন, কেউ আবার প্রথমবার এই ব্যবস্থায় নামছেন। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, মৌসুমে চাহিদা অনুযায়ী সবজি পাওয়া যাচ্ছে। কৃষকদের বক্তব্য, উন্নত প্রযুক্তির সাহায্য, সঠিক পরামর্শ ও পরিশ্রম থাকলে চাষে লাভ করা যায়। মিনাখাঁর কৃষকরা আজ তারই উদাহরণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
December 06, 2025 3:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture News: চাষের পদ্ধতি বদল করতেই ঘুরল ভাগ্যের চাকা! নয়া উপায়ে খরচ কম, ফলন বেশি, কয়েক গুণ বেশি লাভ করছেন মিনাখাঁর চাষিরা
