Life Insurance: মধু সংগ্রাহকদের পাশে সরকার, দিল জীবন বিমা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
মধু সংগ্রাহকরা কার্যত জীবন হাতে নিয়ে সুন্দরবনের গভীর অরণ্যে মধু সংগ্রহ করতে যান। এবার তাঁদের সাহসিকতার পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন থেকে এই বছর ১০ মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে বন দফতর। ইতিমধ্যে সেই প্রক্রিয়ায় কাজ শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ঝুঁকির পারাপারের দিন শেষ হতে চলেছে
এদিকে মধু সংগ্রহ করা কার্যত জীবন হাতে নিয়ে সুন্দরবনের গভীর অরণ্যে মধু সংগ্রহ করতে যান। এবার তাঁদের সাহসিকতার পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। সেই লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনার সাউথ ফরেস্ট ডিভিশিনে বুধবার থেকে মধু সংগ্রাকদের বিমা দেওয়ার কাজ শুরু হয়েছে। মোট ৪৩০ জন সদস্যের ৯১ টি দলের এই বিমা দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এর পাশাপাশি মধু সংগ্রাহকদের বিএলসি, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস এবং ২ লক্ষ টাকার বিমা প্রদান করা হয়েছে। চলতি বছরে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ১০ মেট্রিক টন ধার্য করা হলেও গত বছর এই উৎপাদন ছিল ১৭ মেট্রিক টন। এই বছর এ গ্রেডের মধুর উৎপাদন খরচ ৩০০ টাকা প্রতি কেজি ও বি গ্রেডের মধু সংগ্রহের উৎপাদন খরচ ২৬৫ টাকা প্রতি কেজি ধার্য করেছে বন বিভাগ। সমস্ত কিছু ঠিক থাকলে এই লক্ষমাত্রায় পৌঁছানো সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার শেষ ঊকতটা মধু উৎপাদিত হয় এই বছর।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2024 9:10 PM IST