Bridge Construction: ঝুঁকির পারাপারের দিন শেষ হতে চলেছে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
প্রায় ৩২ মিটারের সেতুটি সংস্কারের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। দ্রুত সেই কাজ শেষ হবে। সেতুর এপারে মামুদপুর আর ওপারে সনেকপুর
উত্তর ২৪ পরগনা: অবশেষে বদলাল দুর্দশার ছবি। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে সংস্কার হচ্ছে সাঁকো। বনগাঁ ব্লকের গোপালনগরের চৌবেড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের মামুদপুরের এই সাঁকো ব্যবহার করে যাতায়াত করতে হত দু’প্রান্তের মানুষদের। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ে সাঁকোটি। চলাচল করা হয়ে ওঠে বিপজ্জনক। মাঝেমধ্যেই ঘটছিল ছোট-বড় দুর্ঘটনা। তাই দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা দাবি জানিয়ে আসছিলেন এই সাঁকো সংস্কারের।
আরও পড়ুন: পর্যটনের মরশুমে চোখ রাঙাচ্ছে এই জন্তু
স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩২ মিটারের সেতুটি সংস্কারের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। দ্রুত সেই কাজ শেষ হবে। সেতুর এপারে মামুদপুর আর ওপারে সনেকপুর। বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের নিত্য যাতায়াতের একমাত্র মাধ্যম এই কাঠের সেতুটি। বেহাল এই সাঁকো দিয়েই আতঙ্কের মধ্যেই স্কুল পড়ুয়ারা পারাপার হতে হচ্ছিল। বেহাল সাঁকোর খবর সম্প্রচারের পর টনক নড়ে প্রশাসনের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সেতু মেরামতের জন্য টাকা বরাদ্দ হয়ে কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। মোটা শক্ত কাঠ দিয়ে সংস্কার করা হচ্ছে সেতু, যা ব্যবহার করে আরও বেশ কিছু বছর নিশ্চিন্তে চলাচল করতে পারবে এলাকার মানুষ, এমনই দাবি স্থানীয় প্রশাসনের। ফলে কিছুটা হলেও স্বস্তি বিস্তীর্ণ এলাকার মানুষদের। তবে স্থানীয় মানুষরা জানান, কাঠ দিয়ে এই সেতু সংস্কারের বদলে পাকা কংক্রিটের সেতু করে দিলে আরও বেশি সুবিধা হত মানুষের।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2024 9:01 PM IST