Elephant Panic: পর্যটনের মরশুমে চোখ রাঙাচ্ছে এই জন্তু

Last Updated:

সম্প্রতি পুরুলিয়া বন বিভাগের কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের কুমারডি গ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক তরুণীর। শৌচকর্ম করতে গিয়ে বুনো হাতির মুখোমুখি পড়ে যান তিনি

+
সচেতনতা

সচেতনতা বার্তা বনদফতর

পুরুলিয়া: প্রতিনিয়তই জঙ্গলমহলে হাতির সংখ্যা বেড়ে চলেছে। হাতির তাণ্ডব ও হাতির আক্রমণে এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছে জঙ্গলমহলের বাসিন্দারা। ‌ আগে ফি বছর আমন ধানের সময় দলমা পাহাড়ের হাতির দল বাঁকুড়া, পুরুলিয়াতে ঢুকত। আবার মরশুম শেষে তারা ফিরে যেত। তবে এখন আর তা হয় না। এখন হাতিরা আর ফিরে যাচ্ছে না। ‌
মরশুম শেষে হাতিরা ফিরে না যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের বিপদ আগের থেকে অনেকটাই বেড়েছে। এমনকি ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে আসা হাতিরাও পুরুলিয়ার বিভিন্ন বনাঞ্চলে স্থায়ীভাবে বসবাস করছে। এই মুহূর্তে জুড়ে চোখ রাঙাচ্ছে ৪৫ টি হাতি। হাতির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে প্রায়শই হাতির আক্রমণের ঘটনা সামনে আসছে। যদিও বন দফতরের পক্ষ থেকে ধারাবাহিকভাবে প্রচার চালানো হচ্ছে সর্বত্র। কিন্তু তাতেও মাঝেমধ্যেই হয়ে যাচ্ছে দুর্ঘটনা।
advertisement
advertisement
সম্প্রতি পুরুলিয়া বন বিভাগের কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের কুমারডি গ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক তরুণীর। শৌচকর্ম করতে গিয়ে বুনো হাতির মুখোমুখি পড়ে গিয়ে মৃত্যু হয় তার। বর্তমানে বসন্তের মরশুমে পুরুলিয়ায় ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। তাঁদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিচ্ছে বন দফতর। এই বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, বনদফতরের পক্ষ থেকে ধারাবাহিকভাবে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এছাড়াও সমস্ত জায়গায় নজরদারি রয়েছে। বর্তমানে বহু টুরিস্ট পুরুলিয়ায় বেড়াতে আসছেন। তাই তাঁদের কাছে অনুরোধ, তাঁরা যেন কোনওভাবেই বনাঞ্চলের দিকে না যান। হোটেল, রিসর্টগুলির কর্ণধারদেরও অনুরোধ করা হচ্ছে তাঁরাও যাতে পর্যটকদের সচেতন করেন। ‌
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বন দফতর সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা ও মাঠা বনাঞ্চলেই ১২-১৪ টি হাতি আছে। এই এলাকাতেই সবচেয়ে বেশি পর্যটকদের ভিড় হয়। ফলে সাবধানতা অবলম্বন করার কথা বলেছে বন দফতর। এই সময় পর্যটকরা পলাশ দেখতে একেবারে জঙ্গলের ভিতরে চলে যান। এতে বিপদের আশঙ্কা বাড়ে। এই পরিস্থিতিতে জঙ্গল লাগোয়া এলাকাজুড়ে সতর্কবার্তা প্রচার চালানোর উপর আরও গুরুত্ব দিয়েছে বন বিভাগ।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Elephant Panic: পর্যটনের মরশুমে চোখ রাঙাচ্ছে এই জন্তু
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement