Elephant Panic: পর্যটনের মরশুমে চোখ রাঙাচ্ছে এই জন্তু
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
সম্প্রতি পুরুলিয়া বন বিভাগের কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের কুমারডি গ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক তরুণীর। শৌচকর্ম করতে গিয়ে বুনো হাতির মুখোমুখি পড়ে যান তিনি
পুরুলিয়া: প্রতিনিয়তই জঙ্গলমহলে হাতির সংখ্যা বেড়ে চলেছে। হাতির তাণ্ডব ও হাতির আক্রমণে এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছে জঙ্গলমহলের বাসিন্দারা। আগে ফি বছর আমন ধানের সময় দলমা পাহাড়ের হাতির দল বাঁকুড়া, পুরুলিয়াতে ঢুকত। আবার মরশুম শেষে তারা ফিরে যেত। তবে এখন আর তা হয় না। এখন হাতিরা আর ফিরে যাচ্ছে না।
মরশুম শেষে হাতিরা ফিরে না যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের বিপদ আগের থেকে অনেকটাই বেড়েছে। এমনকি ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে আসা হাতিরাও পুরুলিয়ার বিভিন্ন বনাঞ্চলে স্থায়ীভাবে বসবাস করছে। এই মুহূর্তে জুড়ে চোখ রাঙাচ্ছে ৪৫ টি হাতি। হাতির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে প্রায়শই হাতির আক্রমণের ঘটনা সামনে আসছে। যদিও বন দফতরের পক্ষ থেকে ধারাবাহিকভাবে প্রচার চালানো হচ্ছে সর্বত্র। কিন্তু তাতেও মাঝেমধ্যেই হয়ে যাচ্ছে দুর্ঘটনা।
advertisement
advertisement
সম্প্রতি পুরুলিয়া বন বিভাগের কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের কুমারডি গ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক তরুণীর। শৌচকর্ম করতে গিয়ে বুনো হাতির মুখোমুখি পড়ে গিয়ে মৃত্যু হয় তার। বর্তমানে বসন্তের মরশুমে পুরুলিয়ায় ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। তাঁদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিচ্ছে বন দফতর। এই বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, বনদফতরের পক্ষ থেকে ধারাবাহিকভাবে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এছাড়াও সমস্ত জায়গায় নজরদারি রয়েছে। বর্তমানে বহু টুরিস্ট পুরুলিয়ায় বেড়াতে আসছেন। তাই তাঁদের কাছে অনুরোধ, তাঁরা যেন কোনওভাবেই বনাঞ্চলের দিকে না যান। হোটেল, রিসর্টগুলির কর্ণধারদেরও অনুরোধ করা হচ্ছে তাঁরাও যাতে পর্যটকদের সচেতন করেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বন দফতর সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা ও মাঠা বনাঞ্চলেই ১২-১৪ টি হাতি আছে। এই এলাকাতেই সবচেয়ে বেশি পর্যটকদের ভিড় হয়। ফলে সাবধানতা অবলম্বন করার কথা বলেছে বন দফতর। এই সময় পর্যটকরা পলাশ দেখতে একেবারে জঙ্গলের ভিতরে চলে যান। এতে বিপদের আশঙ্কা বাড়ে। এই পরিস্থিতিতে জঙ্গল লাগোয়া এলাকাজুড়ে সতর্কবার্তা প্রচার চালানোর উপর আরও গুরুত্ব দিয়েছে বন বিভাগ।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2024 8:48 PM IST