Letter Writing: হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের যুগে চিঠি লেখা প্রতিযোগিতা! দারুণ আগ্রহ পড়ুয়াদের

Last Updated:

Letter Writing: চিঠি লেখার প্রবণতা বাড়াতে, ছাত্র-ছাত্রীদের কাছে ডাক বিভাগের পরিচয় ঘটাতে চিঠি লেখা প্রতিযোগিতার উদ্যোগ ভারতীয় বিভাগের 

+
প্রায়

প্রায় এক হাজার ছাত্রছাত্রীর উপস্থিতিতে চিঠি লেখার প্রতিযোগিতা

রাকেশ মাইতি, হাওড়া: হোয়াটসঅ্যাপ মেসেজের যুগে চিঠি লিখতে একসঙ্গে আগ্রহ দেখাল হাজারো ছাত্র! নিজের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ঐতিহ্য বজায় রাখতে লিখতে হবে চিঠি। বর্তমান সময় ডিজিটাল মাধ্যমের ব্যবহার ক্রমেই বেড়ে চলেছে। তাতেই যুবসমাজ বুঁদ হয়ে রয়েছে। যদিও কোনও অংশে কম নয় প্রবীণরাও। কর্মক্ষেত্র থেকে বিনোদনে ডিজিটাল মাধ্যমের ব্যবহার দারুণভাবে। যুগের সঙ্গে তাল না মিলাতে পারলে পিছিয়ে পড়তে হবে। ডিজিটাল মাধ্যম ব্যবহার না জানলে হয়ত অজানা থেকে যাবে অনেক কিছুই। ডিজিটাল মাধ্যমে অনেক কাজ সহজ এবং কম সময়ে করা সম্ভব। সেই দিক থেকে ডিজিটাল মাধ্যমে ভাব আদান-প্রদান বা চিঠি পাঠান ও চিঠির উত্তর মেলে চোখের পলকে। সবদিক থেকে ডিজিটাল মাধ্যমে ব্যবহার হচ্ছে। তবে চিঠি লেখার যে আলাদা গুরুত্ব রয়েছে। চিঠি লেখার রয়েছে ঐতিহ্য। সেই ঐতিহ্য বজায় রাখতে এবং পড়ুয়ার কাছে ভারতীয় ডাক বিভাগের পরিচয় ঘটাতে চিঠি লেখার প্রতিযোগিতা।
ডিজিটাল মাধ্যমে লেখার অভ্যাস আর হাতে-কলমে লেখার অভ্যাস সম্পূর্ণ আলাদা। ক্রমশ হাতে কলমে লেখার প্রবণতা কম হচ্ছে। আসলে ডিজিটাল মাধ্যমে লেখার উপায় খুব সহজ। যেখানে ব্যাকরণ জ্ঞান বানান লেখা দক্ষতা ছাড়াও খুব সহজে হাজার হাজার ওয়ার্ড এর লেখা যেতে পারে। কিন্তু হাতে-কলমে তা মোটেও সম্ভব নয়। তাই ডিজিটাল মাধ্যমে লেখায় সরবর ছেলেও, হাতে-কলমে লিখতে মুখ থুবড়ে পড়ে। আসলে হাতে কলমে লিখতে হলে, নিজস্ব বানান ও ব্যাকরণ জ্ঞান থাকা আবশ্যিক। একইসঙ্গে প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন লেখার দক্ষতা।
advertisement
আসলে ডিজিটাল মাধ্যম ভুল করতে দেয় না। রয়েছে বাড়তি সুবিধা। ফলে দ্রুত গতিতে বাড়ছে ডিজিটাল মাধ্যমে ব্যবহার। তবে নিজের হাতের লেখার গুরুত্ব রয়েছে আলাদা। বহু বছর আগে হাতের লেখা চিঠি বর্তমান সময় ইতিহাস। এমন উদাহরণ বহু। সেই দিক গুরুত্ব রেখে, দারুণ উৎসাহিত শিক্ষক-শিক্ষিকা অভিভাবক। আবার এই ডিজিটাল সময়েও হাতের লেখা লিখতে উৎসাহী একাংশ ছাত্রছাত্রীও।
advertisement
advertisement
বিগত কয়েক বছর হাওড়া জেলায় প্রতিবছর এই চিঠি লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবার সাঁকরাইলে অনুষ্ঠিত হল ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে এবং উইস সংগঠনের ব্যবস্থাপনায় কান্দুয়া মহাকালী প্রাথমিক বিদ্যালয়ে চিঠি লেখার প্রতিযোগিতা। সাঁকরাইল ব্লকের কান্দুয়া গ্রামের ১০ টি প্রাথমিক স্কুল, ১ টি উচ্চ মাধ্যমিক স্কুল এবং সাঁকরাইল ব্লকের অন্তর্গত নলপুর গ্রামের দুইটি প্রাথমিক স্কুলের প্রায় এক হাজার ছাত্রছাত্রী চিঠি লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
advertisement
আরও পড়ুন : কনকনে শীতে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন গরমাগরম পাহাড়ি চিকেন স্যুপ! জানুন রেসিপি 
এ প্রসঙ্গে হাওড়া ডাক বিভাগের ডেপুটি সুপারিনটেনডেন্ট গীতা বার্লা জানান, ‘‘ছাত্র-ছাত্রীদের লেখার প্রতি দক্ষতা এবং ছাত্র-ছাত্রীদের কাছে ভারতীয় ডাক বিভাগের পরিচয় ঘটাতে এই উদ্যোগ।’’
এ প্রসঙ্গে কান্দুয়া মহাকালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুনাল রায় জানান, ‘‘ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্ব রাখতে হবে এ বিষয়ে। একই সঙ্গে প্রতিটি স্কুলের শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের লেখার জন্য প্রতি সপ্তাহে চর্চা করতে হবে। স্কুলেই ছোট করে মাঝেমধ্যেই লেখা উপলক্ষ করে প্রতিযোগিতা করা যেতে পারে।’’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Letter Writing: হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের যুগে চিঠি লেখা প্রতিযোগিতা! দারুণ আগ্রহ পড়ুয়াদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement