Laxmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় পূজিত হচ্ছেন মা লক্ষ্মী, অভিনব আয়োজন

Last Updated:

Laxmir Bhandar: তিলে তিলে জমানো লক্ষ্মী ভাণ্ডারের টাকায় হচ্ছে লক্ষ্মী পুজো।

লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে লক্ষ্মী পুজো
লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে লক্ষ্মী পুজো
মুর্শিদাবাদ: তিলে তিলে জমানো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকেই লক্ষ্মী পুজোর আয়োজন। মুর্শিদাবাদের নবগ্রাম থানার রাইনদা গ্রামে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে উৎসাহিত হয়ে গ্রামের মেয়েদের উদ্যোগেই হচ্ছে শনিবার মকর সংক্রান্তি উপলক্ষ্যে লক্ষ্মীপুজো। প্রায় ৬০ বছরের পুরোনো এই পুজো। প্রতিবার গ্রামের ছেলেরাই এই পুজোর আয়োজন করে থাকে কিন্তু এবার লক্ষ্মী পুজোর আয়োজন করল গ্রামের মেয়েরা। কথায় আছে মেয়েরাই লক্ষ্মী। তাই অসংখ্য লক্ষ্মী মেয়েদের জমানো টাকা থেকেই লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়। তিলে তিলে জমানো লক্ষ্মী ভাণ্ডারের টাকায় হচ্ছে লক্ষ্মী পুজো।
মুর্শিদাবাদের নবগ্রাম থানার রাইনদা গ্রামে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে উৎসাহিত হয়ে মহিলা কমিটির উদ্যোগেই হচ্ছে শনিবার মকর সংক্রান্তি উপলক্ষে হচ্ছে লক্ষ্মীপুজো। প্রায় ৬০ বছরের পুরোনো এই পুজো। প্রতিবার গ্রামের ছেলেরাই এই পুজোর আয়োজন করে থাকে কিন্তু এবার লক্ষ্মী পুজোর আয়োজন করল গ্রামের মেয়েরা। নারী ক্ষমতায়নের লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। ২০২১-২২ অর্থবর্ষে অসংখ্য নারীর অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠানো হচ্ছে। তফসিলি জাতি উপজাতির জন্য এক হাজার ও অন্যান্য নারীর ক্ষেত্রে মাসে ৫০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লক্ষ্মী ভাণ্ডার চালু হওয়ায় উৎসাহিত গ্রামের মহিলারা। সেই লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়েই লক্ষ্মী পুজোর আয়োজন করেছে গ্রামের মহিলারা। প্রায় ৬০ বছরের পুরোনো এই পুজো । প্রতিবার গ্রামের ছেলেরাই এই পুজোর আয়োজন করে কিন্তু এবার লক্ষ্মী পুজোর আয়োজন করল গ্রামের মেয়েরা। লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে উৎসাহিত হয়ে প্রতি মাসে কিছু কিছু করে জমিয়ে রাখা টাকা দিয়েই মহিলারা এই পুজো কমিটির দায়িত্ব নিয়েছে।
advertisement
মহিলা কমিটির একটাই দাবি লক্ষ্মী ভান্ডারের মতো আরো অন্যান্য প্রকল্প যেন তারা পায়। উদ্যোক্তা পূর্বাশা চন্দ্র বলেন, আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে এই পুজোর আয়োজন করেছি। সকলে খুব উৎসাহের সঙ্গে এই পূজোতে যোগদান করেছে। আশা করি প্রত্যেক বছর আমরা এই লক্ষ্মী পুজোর আয়োজন করতে পারব।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Laxmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় পূজিত হচ্ছেন মা লক্ষ্মী, অভিনব আয়োজন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement