Makar Sankranti Weather: একযুগ পর উষ্ণ মকরস্নান, আসছে আবহাওয়ার বিরাট বদল! বৃষ্টি ভাসাবে এবার
- Published by:Suman Biswas
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Makar Sankranti Weather: আজও কলকাতায় কুড়ির কাছাকাছি পারদ। রেকর্ড তাপমাত্রা। স্বাভাবিকের ৫ ডিগ্রি উপরে তাপমাত্রা। ১৩ বছরের উষ্ণ ১৫ জানুয়ারি।
advertisement
আজও কলকাতায় কুড়ির কাছাকাছি পারদ। রেকর্ড তাপমাত্রা। স্বাভাবিকের ৫ ডিগ্রি উপরে তাপমাত্রা। ১৩ বছরের উষ্ণ ১৫ জানুয়ারি। সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা কিছুটা নামবে। বুধবার থেকে আবার ঊর্ধ্বমুখী পারদ। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে রাজ্যের উপকূলে বৃষ্টির পূর্বাভাস। আগামী দুতিন দিন হালকা বৃষ্টি দার্জিলিং কালিম্পং এ। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। (প্রতীকী চিত্র)
advertisement
দক্ষিণবঙ্গের কলকাতা ও হাওড়া এবং দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা অনেকটা নেমে যেতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাতে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার পূর্বাভাস। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে বেশি কুয়াশার সম্ভাবনা।
advertisement
দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে । মাঘ মাসের শুরু থেকে তাপমাত্রা নামতে থাকবে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত আপাতত নয়। কলকাতায় আজ মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা অনেকটা নেমে যাবে। দিনভর আংশিক মেঘলা আকাশ। বুধবার বৃষ্টির সম্ভাবনা । আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা সকালে সন্ধ্যায় খুড় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তা উধাও হবে।
advertisement
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। যে ঝঞ্ঝাটি উত্তর-পশ্চিম ভারত থেকে সরে পূর্ব ভারতের উপর দিয়ে পাশ করছে। নতুন করে পরপর দুটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে একটি বুধবার ও আরেকটি শুক্রবার। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে রয়েছে একটি উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ-পশ্চিমে বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
advertisement
আগামী চার পাঁচ দিন ঘন কুয়াশার চাদর থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি উত্তর প্রদেশ এবং বিহার পর্যন্ত। দৃশ্যমানতা কোথাও কোথাও শুন্যে গিয়ে ঠেকবে। আগামী চার দিন ঘন কুয়াশার দাপট জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে। ঘন কুয়াশার দাপট ওড়িশা মধ্যপ্রদেশ আসাম মেঘালয় এবং ত্রিপুরাতে আগামী দুদিন। আগামী তিন দিনে উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা নামবে ৬ ডিগ্রি পর্যন্ত। মধ্যপ্রদেশ সহ মধ্য ভারতের বেশ কিছু রাজ্যে আগামী তিন দিনে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পূর্ব ভারতেও তাপমাত্রা নামার ইঙ্গিত আগামী দু-তিন দিন। বাংলা বিহার ওড়িশা সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী দুদিন থেকে তিন দিন তাপমাত্রা নামতে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস।
advertisement
শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে উত্তর-পশ্চিম ভারত থেকে দক্ষিণ ভারত সর্বত্র। চরম শৈত্য প্রবাহের সর্তকতা রাজস্থানে বুধবার পর্যন্ত। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুদিনের চরম শৈত্য প্রবাহ চলতে পারে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং রাজধানী দিল্লিতে। দিল্লিতে বুধবারেও চরম শৈত্য প্রবাহের সর্তকতা থাকছে। এছাড়াও শৈত্য প্রবাহ চলবে হিমাচল প্রদেশ উত্তরাখন উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ সৌরাষ্ট্র কচ্ছ এবং কর্নাটকের কিছু অংশে। শৈত্য প্রবাহের সঙ্গে সঙ্গে শীতল দিনের সতর্কতা ও রয়েছে। আগামী পাঁচ দিন পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়ে শীতল দিনের পরিস্থিতি থাকবে। বুধবার পর্যন্ত শীতল দিনের পরিস্থিতি থাকবে উত্তরাখন্ড এবং রাজস্থানে। আগামীকাল থেকে উত্তরপ্রদেশের কিছু অংশে শীতল দিনের পরিস্থিতি থাকবে পরবর্তী দু-তিন দিন।