North 24 Parganas News: অবিরাম বৃষ্টিতে যশোর রোডের পাশে ধস, বড় বিপদের আশঙ্কা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
পাইপ লাইনের কাজ চলার সময় যশোর রোডের নিচ দিয়ে বোরিং করে পাইপ যাওয়ার সময় পাইপ লাইনেই বিস্ফোরণ হয়। আর তার জেরেই এলাকায় ধস নামে এবং জল উঠতে শুরু করে
উত্তর ২৪ পরগনা: সারাদিন ধরে চলা অনর্গল বৃষ্টিতে যশোর রোড সংলগ্ন পাইপ লাইনে কাজ চলার সময় ধস নামল। আর তার জেরেই যশোর রোড পার্শ্বস্থ হাই টেনশন বিদ্যুতের খুঁটির পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে অশোকনগর বিল্ডিং মোড় এলাকায়।
আরও পড়ুন: সপ্তাহে ৭ দিনই খোলা পঞ্চায়েত অফিস!
আশপাশের স্থানীয় দোকানদাররা এতে যথেষ্টই আতঙ্কিত। স্থানীয় এক দোকানদার জানান, পাইপ লাইনের কাজ চলার সময় যশোর রোডের নিচ দিয়ে বোরিং করে পাইপ যাওয়ার সময় পাইপ লাইনেই বিস্ফোরণ হয়। আর তার জেরেই এলাকায় ধস নামে এবং জল উঠতে শুরু করে। ধসে ক্ষতিগ্রস্ত এলাকার পাশেই বিপজ্জনক অবস্থায় রয়েছে একটি বাড়ি। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ সহ বিদ্যুৎ দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। এরপরই যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজে নামেন কর্মীরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যাতে বিদ্যুতের খুঁটি পড়ে না যায় তার জন্য আলগা নরম মাটিতে বস্তা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। তবে কয়েক ফুট দূরে ব্যস্ততম যশোর রোড থাকায় ধীরে ধীরে ধসের পরিমাণ বাড়ছে বলেই জানান স্থানীয়রা। ফলে যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটারও আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। সাময়িকভাবে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করা হলেও রাতভর এভাবেই বৃষ্টি চললে কী হবে তা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 6:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: অবিরাম বৃষ্টিতে যশোর রোডের পাশে ধস, বড় বিপদের আশঙ্কা