Hooghly News: সপ্তাহে ৭ দিনই খোলা পঞ্চায়েত অফিস!
- Reported by:RAHI HALDAR
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
সপ্তাহের সাত দিনই পঞ্চায়েত অফিস খুলে রাখা প্রসঙ্গে বলাগড়ের শ্রীপুর পঞ্চায়েতের কর্মীরা বলছেন, মানুষের পাশে থাকতে, সাধারণ মানুষকে পরিষেবা দিতে খুলে রাখা হয় অফিস
হুগলি: সপ্তাহের সাত দিনই খোলা পঞ্চায়েত অফিস। শুনতে অবিশ্বাস্য হলেও এমনই ঘটেছে বলাগড় শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে। সাধারণত পঞ্চায়েত অফিস শনি ও রবিবার বন্ধ থাকে। কিন্তু এলাকাবাসীকে পরিষেবা দেওয়ার জন্য শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের অফিস সপ্তাহের সাত দিনই খোলা থাকছে।
সপ্তাহের সাত দিনই পঞ্চায়েত অফিস খুলে রাখা প্রসঙ্গে বলাগড়ের শ্রীপুর পঞ্চায়েতের কর্মীরা বলছেন, মানুষের পাশে থাকতে, সাধারণ মানুষকে পরিষেবা দিতে খুলে রাখা হয় অফিস। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মপদ্ধতি তাঁদের অনুপ্রেরণা বলে জানিয়েছেন।
advertisement
advertisement
এই বিষয়ে পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, প্রান্তিক অঞ্চলে এমন কিছু মানুষ রয়েছেন যারা সপ্তাহে সোম থেকে শনি রোজগারের উদ্দেশ্যে অন্য কাজে ব্যস্ত থাকেন। তাই পঞ্চায়েত দরকার থাকলেও পঞ্চায়েত অফিসে আসতে পারেন না। তাঁদের কথা ভেবেই পঞ্চায়েতই তাঁদেরকে আপন করে নিয়েছে।পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। তাই ছুটির দিনেও সাধারণ মানুষের কথা ভেবে কাজে এতটুকু অনীহা বা মুখে বিরক্তির ছাপ নেই পঞ্চায়েত কর্মীদের মধ্যেও। হাসিমুখে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন তাঁরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শ্রীপুরের পঞ্চায়েত প্রধানের মতে, জনপ্রতিনিধিদের কোনও ছুটি নেই। মানুষকে পরিষেবা দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। নিষ্ঠা ও হাসিমুখে সেই কাজ পালন করে চলেছেন দায়িত্ব সহকারে।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 07, 2023 6:43 PM IST







