Nadia News: বার্ষিক পরীক্ষা চালায় রেহাই নেই খুদে পড়ুয়াদের, অসময়ের বৃষ্টিতে অসুখের আশঙ্কা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
বার্ষিক পরীক্ষা চালায় এই খারাপ আবহাওয়াতেও স্কুলে যেতে হচ্ছে ক্ষুদে পড়ুয়াদের। ছুটি দেয়নি স্কুলগুলো। এর ফলে বৃষ্টিতে ভিজে পড়ুয়াদের শরীর খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অভিভাবকরা।
নদিয়া: দু’দিন ধরে আকাশের মুখ ভার! হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবারে রোদের মুখ দেখা যেতে পারে। ঘূর্ণিঝড় মিগজাউম অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার পর উত্তর বঙ্গোপসাগরের আবহাওয়া খারাপ হয়েছে। তারই প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে অসময়ের বৃষ্টি। সেই তালিকা থেকে বাদ নেই নদিয়া জেলাও।
আবহাওয়া দফতর জানিয়েছে, তাদের পূর্বাভাস অনুযায়ী ৬ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে গভীর সমুদ্রে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি এবং অধিকাংশ জায়গায় ঘণ্টায় ৩০-৬০ কিমি বেগে ও কিছু জায়গায় ঘণ্টায় ৭০-৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। তাই মৎস্যজীবিদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে অসময়ের বৃষ্টির কারণে মরশুমী ফুল চাষ, শীতকালীন রবিশস্য এবং সবজি চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বার্ষিক পরীক্ষা চালায় এই খারাপ আবহাওয়াতেও স্কুলে যেতে হচ্ছে ক্ষুদে পড়ুয়াদের। ছুটি দেয়নি স্কুলগুলো। এর ফলে বৃষ্টিতে ভিজে পড়ুয়াদের শরীর খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অভিভাবকরা। সব মিলিয়ে শীতকালে বর্ষার আমেজ কারোর কাছেই সুখকর ঠেকছে না।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 6:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বার্ষিক পরীক্ষা চালায় রেহাই নেই খুদে পড়ুয়াদের, অসময়ের বৃষ্টিতে অসুখের আশঙ্কা