Nadia News: বার্ষিক পরীক্ষা চালায় রেহাই নেই খুদে পড়ুয়াদের, অসময়ের বৃষ্টিতে অসুখের আশঙ্কা

Last Updated:

বার্ষিক পরীক্ষা চালায় এই খারাপ আবহাওয়াতেও স্কুলে যেতে হচ্ছে ক্ষুদে পড়ুয়াদের। ছুটি দেয়নি স্কুলগুলো। এর ফলে বৃষ্টিতে ভিজে পড়ুয়াদের শরীর খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অভিভাবকরা।

রাস্তায় জমে গিয়েছে হাঁটু জল তার মধ্যেই ছাতা মাথায় বৃদ্ধ
রাস্তায় জমে গিয়েছে হাঁটু জল তার মধ্যেই ছাতা মাথায় বৃদ্ধ
নদিয়া: দু’দিন ধরে আকাশের মুখ ভার! হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবারে রোদের মুখ দেখা যেতে পারে। ঘূর্ণিঝড় মিগজাউম অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার পর উত্তর বঙ্গোপসাগরের আবহাওয়া খারাপ হয়েছে। তারই প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে অসময়ের বৃষ্টি। সেই তালিকা থেকে বাদ নেই নদিয়া জেলাও।
আবহাওয়া দফতর জানিয়েছে, তাদের পূর্বাভাস অনুযায়ী ৬ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে গভীর সমুদ্রে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি এবং অধিকাংশ জায়গায় ঘণ্টায় ৩০-৬০ কিমি বেগে ও কিছু জায়গায় ঘণ্টায় ৭০-৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। তাই মৎস্যজীবিদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে অসময়ের বৃষ্টির কারণে মরশুমী ফুল চাষ, শীতকালীন রবিশস্য এবং সবজি চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বার্ষিক পরীক্ষা চালায় এই খারাপ আবহাওয়াতেও স্কুলে যেতে হচ্ছে ক্ষুদে পড়ুয়াদের। ছুটি দেয়নি স্কুলগুলো। এর ফলে বৃষ্টিতে ভিজে পড়ুয়াদের শরীর খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অভিভাবকরা। সব মিলিয়ে শীতকালে বর্ষার আমেজ কারোর কাছেই সুখকর ঠেকছে না।
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বার্ষিক পরীক্ষা চালায় রেহাই নেই খুদে পড়ুয়াদের, অসময়ের বৃষ্টিতে অসুখের আশঙ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement