জমি জবরদখলের চেষ্টা, আহত দুপক্ষের ৬
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
জমিটি বেশকয়েক বছর ধরে পড়েছিল। রবিবার সকালে সেই জমি পাঁচিল দেওয়ার কাজ চলছিল।
জমি জবরদখল ঘিরে দুপক্ষের সংঘর্ষে আহত ৬ জন। ঘটনাটি ঘটেছে ডোমকল থানার কলাবাড়িয়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আহতরা হলেন, সফিকুল আলম (৩৮), মঞ্জিল হোসেন (৪০), সাজ্জাদ আলী (৫৫), মাসুদ আলম (২৮)। জানা যায়, স্থানীয় বাসিন্দা সওকাত আলী বহরমপুর জলঙ্গী রাজ্যসড়কের পাশে কলাবাড়িয়া ১ কাটা জমি কেনেন। সেই জমিটি বেশকয়েক বছর ধরে পড়েছিল। রবিবার সকালে সেই জমি পাঁচিল দেওয়ার কাজ চলছিল। সেই সময় ওই এলাকার তৃণমূল ঘনিষ্ঠ প্রভাবশালী বাসির মোল্লাসহ তার দল ঘিরে তাদের উপর পিস্তল ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা বাসির মোল্লাসহ একজন আহত হয়েছে বলে খবর।
Pranab Kumar Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2020 7:11 PM IST