প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, তমলুক থেকে লড়বেন লক্ষ্মণ শেঠ
Last Updated:
উল্লেখ্য, একসময়ের প্রভাবশালী সিপিআইএম নেতা লক্ষ্মণ শেঠ সম্প্রতি যোগ দিয়েছিলেন বিজেপি-তে ৷ তারপর দল বদলে হাতশিবিরে ৷
#কলকাতা: জল্পনা ছিল আগেই, বুধবারের ঘোষণায় তাতে পড়ল সিলমোহর ৷ তমলুক নির্বাচনী কেন্দ্র থেকেই কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষিত হল লক্ষ্মণ শেঠের ৷ গত ২৮ মার্চ কংগ্রেসে যোগ দেন তমলুকের এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা ৷ উল্লেখ্য, একসময়ের প্রভাবশালী সিপিআইএম নেতা লক্ষ্মণ শেঠ সম্প্রতি যোগ দিয়েছিলেন বিজেপি-তে ৷ তারপর দল বদলে হাতশিবিরে ৷
এদিন আরও কিছু পদে প্রার্থীর নাম ঘোষণা করে প্রদেশ কংগ্রেস ৷ তমলুকে লক্ষ্ণণ শেঠ ছাড়াও এদিন কলকাতা উত্তরের প্রার্থী হিসেবে দল ঘোষণা করে সৈয়দ শাহিদ ইমামের নাম ৷ ঘাটাল কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব-এর বিরুদ্ধে হাত শিবিরের প্রার্থী মহম্মদ সইফুল্লা ৷ আসানসোলের কেন্দ্র থেকে প্রার্থী বিশ্বরূপ মণ্ডল ৷
লক্ষ্ণণ শেঠকে দলে নেওয়া হবে কিনা, তা নিয়ে কংগ্রেসের মধ্যে মতান্তর ছিল ৷ কংগ্রেসের একটি অংশ লক্ষ্ণণ শেঠকে দলে চাননি ৷ সূত্রের খবর, আবদুল মান্নান কখনওই লক্ষ্ণণ শেঠের যোগদানের বিষয়ে মত দেননি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2019 2:01 PM IST