Kumari Puja: জয়রামবাটিতে রীতি মেনে শুরু কুমারী পুজো! সন্ধি পুজো-মায়ের সন্ধ্যা আরতি কখন? খুঁটিনাটি জেনে নিন

Last Updated:

Kumari Puja: এদিন সকালে জয়রামবাটি মাতৃ মন্দিরে অষ্টমী পুজো হয়। সকাল পাঁচটা চল্লিশ মিনিট থেকে পুজোপাঠ শুরু হয়। এরপর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার তিথি ধরে সকাল নটায় কুমারী পুজো শুরু হয়।

কুমারী পুজো
কুমারী পুজো
জয়রামবাটি, বাঁকুড়া, দেবব্রত মন্ডলঃ দেখতে দেখতে এক শতাব্দী পার! ১০১ তম বর্ষে পদার্পণ করল শ্রী শ্রী মাতৃমন্দির জয়রামবাটির দুর্গাপুজো। এদিন সকালে জয়রামবাটি মাতৃ মন্দিরে অষ্টমী পুজো হয়। সকাল পাঁচটা চল্লিশ মিনিট থেকে পুজোপাঠ শুরু হয়। এরপর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার তিথি ধরে সকাল নটায় কুমারী পুজো শুরু হয়।
এদিন সকাল ন’টায় মাতৃ মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হবে বলে আগেই জানা গিয়েছিল। সন্ধি পুজোর সময় বিকেল ৫ঃ৪৩ মিনিট এবং মায়ের সন্ধ্যা আরতি হবে সন্ধ্যে ৬:৪৫ মিনিটে। প্রতি বছরের মতো এই বছরও মা সারদার পবিত্র জন্মভিটেতে কুমারী পুজো দেখতে ভিড় জমিয়েছেন এই রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। বিশুদ্ধ পঞ্জিকা মতে বিধি ও তিথি মেনে জয়রামবাটিতে মা সারদার পবিত্র জন্মস্থানে শুরু হয় কুমারী পুজো।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আবহে বিষাদের সুর! ডিজের আওয়াজে ম্লান ঢাকের তাল! বায়না না পেয়ে বাড়ি ফিরলেন ঢাকিরা
দীর্ঘদিনের রীতি মেনে আজ অষ্টমীতে সকাল ৯টায় তিথি মেনে কুমারী পুজো শুরু হয়। এবার কুমারী রূপে পূজিতা হবে নিশিকা বন্দ্যোপাধ্যায়। এদিন কুমারী পুজোর আগে মায়ের পুরনো বাড়ি থেকে কুমারীকে দুর্গা রূপে সাজিয়ে মাতৃমন্দিরে নিয়ে আসা হয়।
advertisement
advertisement
প্রসঙ্গত, ১৯২৫ সালে একটি পটের মাধ্যমে জয়রামবাটি মাতৃ মন্দিরে প্রথম দুর্গাপূজা শুরু হয়। ১৯৩২ সাল থেকে মাটির প্রতিমা তৈরি করে আনুষ্ঠানিকভাবে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার ১০১ বছরে পদার্পণ করল এই পুজো। মাতৃ মন্দির চত্বরে ভক্তরা আসতে শুরু করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kumari Puja: জয়রামবাটিতে রীতি মেনে শুরু কুমারী পুজো! সন্ধি পুজো-মায়ের সন্ধ্যা আরতি কখন? খুঁটিনাটি জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement