Durga Puja: পুজোর আবহে বিষাদের সুর! ডিজের আওয়াজে ম্লান ঢাকের তাল! বায়না না পেয়ে বাড়ি ফিরলেন ঢাকিরা

Last Updated:
Durga Puja 2025: প্রতি বছর প্রায় দেড় হাজার ঢাকি শিলিগুড়ি টাউন স্টেশনে ভিড় জমান। এই বছরও অন্যথা হয়নি। কিন্তু প্রায় তিনশো ঢাকির বায়না মেলেনি। অভিযোগ, উদ্যোক্তাদের অনেকেই ইউটিউব থেকে ঢাকের বোল বাজিয়ে নিচ্ছেন অথবা একই দামে ভাড়া করছেন সাউন্ড সিস্টেম ও ডিজে বক্স।
1/6
শহরের রঙিন আলোর ঝলকানির আড়ালে চাপা পড়ে গেল এক অন্য ছবি। টাউন স্টেশনের মাটিতে মন খারাপ করে বসে শতাধিক ঢাকি। তৃতীয়া থেকেই মালদা, বালুরঘাট, হলদিবাড়ি থেকে আসা ঢাকিরা ভিড় জমিয়েছিলেন। ভেবেছিলেন, এবারের দুর্গাপুজোয় বায়না মিলবে, সংসারের মুখে হাসি ফুটবে। কিন্তু সপ্তমীর আগেই খালি হাতে ফিরতে হল। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
শহরের রঙিন আলোর ঝলকানির আড়ালে চাপা পড়ে গেল এক অন্য ছবি। টাউন স্টেশনের মাটিতে মন খারাপ করে বসে শতাধিক ঢাকি। তৃতীয়া থেকেই মালদা, বালুরঘাট, হলদিবাড়ি থেকে আসা ঢাকিরা ভিড় জমিয়েছিলেন। ভেবেছিলেন, এবারের দুর্গাপুজোয় বায়না মিলবে, সংসারের মুখে হাসি ফুটবে। কিন্তু সপ্তমীর আগেই খালি হাতে ফিরতে হল। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/6
প্রতি বছর প্রায় দেড় হাজার ঢাকি শিলিগুড়ি টাউন স্টেশনে ভিড় জমান। এই বছরও অন্যথা হয়নি। কিন্তু প্রায় তিনশো ঢাকির বায়না মেলেনি। অভিযোগ, উদ্যোক্তাদের অনেকেই ইউটিউব থেকে ঢাকের বোল বাজিয়ে নিচ্ছেন অথবা একই দামে ভাড়া করছেন সাউন্ড সিস্টেম ও ডিজে বক্স। ফলে আসল ঢাকের কদর ক্রমশ কমছে।
প্রতি বছর প্রায় দেড় হাজার ঢাকি শিলিগুড়ি টাউন স্টেশনে ভিড় জমান। এই বছরও অন্যথা হয়নি। কিন্তু প্রায় তিনশো ঢাকির বায়না মেলেনি। অভিযোগ, উদ্যোক্তাদের অনেকেই ইউটিউব থেকে ঢাকের বোল বাজিয়ে নিচ্ছেন অথবা একই দামে ভাড়া করছেন সাউন্ড সিস্টেম ও ডিজে বক্স। ফলে আসল ঢাকের কদর ক্রমশ কমছে।
advertisement
3/6
মালদা থেকে আসা ঢাকি চিন্ময় মুক্তা (৫৫) জানালেন, “৩০ বছর ধরে আসছি। কিন্তু এমন খারাপ বাজার কখনও দেখিনি। চারজন ঢাকির দলের খরচ যেখানে চার হাজার টাকা, সেখানে একই টাকায় ডিজে মেলে। তাই উদ্যোক্তারা আর আলাদা করে ঢাকি নিচ্ছেন না।”
মালদা থেকে আসা ঢাকি চিন্ময় মুক্তা (৫৫) জানালেন, “৩০ বছর ধরে আসছি। কিন্তু এমন খারাপ বাজার কখনও দেখিনি। চারজন ঢাকির দলের খরচ যেখানে চার হাজার টাকা, সেখানে একই টাকায় ডিজে মেলে। তাই উদ্যোক্তারা আর আলাদা করে ঢাকি নিচ্ছেন না।”
advertisement
4/6
ঢাকি রমেশ চন্দ্রর আক্ষেপ, “বড় পুজোগুলি বাইরের রাজ্য- বিশেষত মহারাষ্ট্র থেকে বাজনার দল এনেছে। পাহাড় থেকেও তেমন বায়না আসেনি। নেপালেও এই বছর পরিস্থিতি খারাপ থাকায় সেখান থেকে ডাক আসেনি।”
ঢাকি রমেশ চন্দ্রর আক্ষেপ, “বড় পুজোগুলি বাইরের রাজ্য- বিশেষত মহারাষ্ট্র থেকে বাজনার দল এনেছে। পাহাড় থেকেও তেমন বায়না আসেনি। নেপালেও এই বছর পরিস্থিতি খারাপ থাকায় সেখান থেকে ডাক আসেনি।”
advertisement
5/6
টাউন স্টেশনের পুরনো চিত্রও আর নেই। লাইট, ফ্যান, শৌচাগারের মতো ন্যূনতম সুবিধাও বন্ধ। উল্টে ভাড়া দিয়ে জঙ্গল সাফ করে শোওয়ার জায়গা বানাতে হয়েছে। খাওয়াদাওয়া, থাকা নিয়ে অনেক গুণ খরচ বেড়েছে। ফলে লাভ তো হয়নি, উল্টে প্রচুর ক্ষতির মুখে পড়েছেন ঢাকিরা।
টাউন স্টেশনের পুরনো চিত্রও আর নেই। লাইট, ফ্যান, শৌচাগারের মতো ন্যূনতম সুবিধাও বন্ধ। উল্টে ভাড়া দিয়ে জঙ্গল সাফ করে শোওয়ার জায়গা বানাতে হয়েছে। খাওয়াদাওয়া, থাকা নিয়ে অনেক গুণ খরচ বেড়েছে। ফলে লাভ তো হয়নি, উল্টে প্রচুর ক্ষতির মুখে পড়েছেন ঢাকিরা।
advertisement
6/6
তিন দিন শিলিগুড়িতে কাটানোর পর অবশেষে সপ্তমীর সকালে আশা ভেঙে গেল। কেউ ট্রেনে, কেউ বাসে চেপে বাড়ির পথে। চোখে জল, মুখে আক্ষেপ নিয়ে বলেন, “ভাবছিলাম বউ-বাচ্চাদের জন্য কিছু ভালো মন্দ নিয়ে ফিরব। কিন্তু খালি হাতেই ফিরতে হল।” (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
তিন দিন শিলিগুড়িতে কাটানোর পর অবশেষে সপ্তমীর সকালে আশা ভেঙে গেল। কেউ ট্রেনে, কেউ বাসে চেপে বাড়ির পথে। চোখে জল, মুখে আক্ষেপ নিয়ে বলেন, “ভাবছিলাম বউ-বাচ্চাদের জন্য কিছু ভালো মন্দ নিয়ে ফিরব। কিন্তু খালি হাতেই ফিরতে হল।” (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement