Durga Puja: পুজোর আবহে বিষাদের সুর! ডিজের আওয়াজে ম্লান ঢাকের তাল! বায়না না পেয়ে বাড়ি ফিরলেন ঢাকিরা
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Durga Puja 2025: প্রতি বছর প্রায় দেড় হাজার ঢাকি শিলিগুড়ি টাউন স্টেশনে ভিড় জমান। এই বছরও অন্যথা হয়নি। কিন্তু প্রায় তিনশো ঢাকির বায়না মেলেনি। অভিযোগ, উদ্যোক্তাদের অনেকেই ইউটিউব থেকে ঢাকের বোল বাজিয়ে নিচ্ছেন অথবা একই দামে ভাড়া করছেন সাউন্ড সিস্টেম ও ডিজে বক্স।
শহরের রঙিন আলোর ঝলকানির আড়ালে চাপা পড়ে গেল এক অন্য ছবি। টাউন স্টেশনের মাটিতে মন খারাপ করে বসে শতাধিক ঢাকি। তৃতীয়া থেকেই মালদা, বালুরঘাট, হলদিবাড়ি থেকে আসা ঢাকিরা ভিড় জমিয়েছিলেন। ভেবেছিলেন, এবারের দুর্গাপুজোয় বায়না মিলবে, সংসারের মুখে হাসি ফুটবে। কিন্তু সপ্তমীর আগেই খালি হাতে ফিরতে হল। <strong>(ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)</strong>
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








