Nadia News: বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু হতেই কর্মবিরতি সাফাই কর্মীদের! যা করলেন কাউন্সিলর, অবাক হবেন আপনিও

Last Updated:

বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু হতেই কর্মবিরতি সাফাই কর্মীদের

+
স্থানীয়

স্থানীয় কাউন্সিলর এবং তার স্বামী রাস্তার আবর্জনা সাফ করতে ব্যস্ত

কৃষ্ণনগর: পৌরসভার সাফাই কর্মীদের কর্মক্ষেত্রে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু হওয়ার পরই অনির্দিষ্টকালের জন্য সাফাই কর্মীদের কর্ম বিরতি। বিঘ্নিত পৌরসভার একাধিক ওয়ার্ডের জঞ্জাল সাফাই। এবার নাগরিক পরিষেবা অক্ষুন্ন রাখতে নিজের হাতে ঝাঁটা তুলে নিয়ে নিজের স্বামীর সঙ্গে এলাকার জঞ্জাল পরিষ্কার করতে নামলেন খোদ কাউন্সিলর।
সাফাই কর্মীদের কর্মক্ষেত্রে বায়োমেট্রিক অ্যাটেনডেন্সের প্রক্রিয়া শুরু করেছে কৃষ্ণনগর পৌরসভা। বায়োমেট্রিক অ্যাটেনডেন্স খোলার পরেই অনির্দিষ্টকালের জন্য সাফাই কর্ম বন্ধ রেখেছে পৌরসভার সাফাই কর্মীরা। বিগত পাঁচ দিন কেটে গেল এখনও পর্যন্ত কোনরকম সুরাহা না মেলায় রীতিমত স্তব্ধ কৃষ্ণনগরের প্রতিটি ওয়ার্ডের জঞ্জাল পরিষ্কার। এবার এলাকার জঞ্জাল নিজেই পরিষ্কার করলেন কৃষ্ণনগর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ হালদার ও তার স্বামী রূপ ঘোষ।
advertisement
advertisement
প্রসঙ্গত কিছুদিন আগে এই বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু করার পরেই পৌরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। পরবর্তীতে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন। এর ফলেই কৃষ্ণনগরের প্রতিটি ওয়ার্ডে বন্ধ হয়ে গেছে সাফাই অভিযান। গৃহস্থালির উচ্ছিষ্ট রাস্তার মোড়ে মোড়ে জমা হয়ে বিকট দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার তাই এলাকা পরিষ্কার রাখতে নিজের হাতে ঝাঁটা তুলে সাফাই অভিযানে নামল খোদ কাউন্সিলর এবং তার স্বামী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ হালদার জানান, এদিন সকালে সাফাই কর্মীদের তিনি ফোন করেছিলেন কিন্তু তারা জানিয়েছেন অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখেছেন তারা তাই কাজে আসবেন না। অপরদিকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন তিনি। তাই নাগরিক পরিষেবা যাতে বিঘ্নিত না হয় এবং এলাকার পরিবেশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে কারণেই নিজে ঝাঁটা তুলে রাস্তা পরিষ্কার এবং তার স্বামী রাস্তার মোড়ে মোড়ে জমে থাকা জঞ্জাল পরিষ্কার করতে নামলেন। যদিও পৌরসভার পৌরপতির কাছে কাউন্সিলারের আবেদন অতি দ্রুত সমস্যার সমাধান করে নাগরিক পরিষেবা যাতে বিচ্যুত না হয় সেই ব্যবস্থা করুক পৌরসভার পৌরপতি। যদিও এলাকাবাসীর দাবি উজ্জ্বলা ঘোষ হালদার তার নাগরিক পরিষেবাতে কোনরকম বিচ্যুতি রাখেন না সাধারণ মানুষের পাশে থেকে তিনি তার কর্মকান্ড করেন। তাই তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারাও।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু হতেই কর্মবিরতি সাফাই কর্মীদের! যা করলেন কাউন্সিলর, অবাক হবেন আপনিও
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement