Nadia News: জানেন কি নবদ্বীপে জগাই মাধাইয়ের মন্দিরটি কোথায় রয়েছে!
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
শ্রী চৈতন্য দেবের সঙ্গে প্রথমে বিরোধ থাকলেও পরবর্তীতে শ্রেষ্ঠ শিষ্য এবং প্রচারক হয় জগাই মাধাই! জানেন কি নবদ্বীপে তাদের মন্দির কোথায়?
নদিয়া: নবদ্বীপ মানেই শ্রী চৈতন্য দেব, প্রথমে বিরোধ থাকলেও পরবর্তীতে শ্রেষ্ঠ শিষ্য এবং প্রচারক হয় জগাই মাধাই! জানেন কি নবদ্বীপে তাদের মন্দির কোথায়? নবদ্বীপ তথা বিশ্ববাসীর কাছে শ্রী চৈতন্য দেব একজন মহাপুরুষ, যুগাবতার। বাল্য কাল থেকেই বিভিন্ন লীলার নিদর্শন পাওয়া যায় চৈতন্য দেবের। তার উল্লেখ যোগ্য নিদর্শন হল জগাই মাধাই উদ্ধার। হরিনামের জন্য আঘাত প্রাপ্ত হওয়ার পরেও প্রেম নিবেদন। কার্যত জগৎ বিখ্যাত সেরা অহিংসার নিদর্শন।
নবদ্বীপের প্রত্যেক মন্দিরেই শ্রী চৈতন্যদেবের পুজো হয় উচ্চারিত হয় জগাই মাধাই এর নামও। কিন্তু বহিরাগত ভক্তবৃন্দরা জানেনা জগাই মাধাইয়ের মন্দির কোথায়! তবে এই জগাই মাধাই এর পৈতৃক ভিটাই আজ পরে আছে অবহেলায়। খোঁজ নেয় না কেউ! কোথায় এই জগাই মাধাই এর পৈতৃক ভিটা? নবদ্বীপ শহরে পার্শ্ববর্তী এলাকা, মাধাইপুর। একদম নবদ্বীপ লাগোয়া এই মাধাই পুর গ্রাম। জানা যায় মাধাই এর নাম অনুসারেই এলাকার নাম হয় মাধাইপুর। প্রায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই জগাই মাধাই মন্দির।
advertisement
advertisement
মন্দিরের বর্তমান সেবাইত জানান, জাগাই মাধাই এর পৈতৃক ভিটা বর্তমানে নদী গর্ভে, এখন যেই জায়গায় তাদের নিত্য পুজো হয় সেটি তৎকালীন সময়ে ভাঁড়ার ঘর( রান্নার) ছিল। নদী ভাঙনের পর এখানেই পুজো হয়, যা প্রায় পাঁচশত বছর ধরে। প্রতিদিন তিন বেলা হয় পুজো, দুপুরে হয় পঞ্চব্যঞ্জন সহকারে অন্ন ভোগ। বর্তমান সেবাইত জানান, “বংশ পরম্পরায় আমরা এভাবেই কষ্টের মধ্যে দিয়েই সেবা কার্য চালাচ্ছি, অতীতে একাধিক বার মন্ত্রী সহ বিভিন্ন আধিকারিকেরা এসেছে, মিলেছে শুধুই আশ্বাস।ভক্তরা যা দেয়,তা দিয়েই কোন মতে চলে পুজো ও মন্দিরের রক্ষণাবেক্ষন।”
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুতরাং এবার থেকে শ্রীচৈতন্যদেবের টানে নবদ্বীপে তীর্থ করতে এলে অবশ্যই একবার ঘুরে যাবেন জগাই মাধাই এর এই মন্দিরেও।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2024 7:05 PM IST