দেবীর পুজো কীভাবে সম্ভব! ফুলের বাজারে আগুন ছুটছে, হাত দিলেই লাগছে ছ্যাঁকা, মাথায় হাত কমিটিগুলোর
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Kolaghat Flower Market: দুর্গাপুজায় মহার্ঘ্য হল ফুল। সপ্তমীর সকালে কোলাঘাট পাইকারি ফুল বাজারে ফুলের অগ্নিমূল্য বাজার। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রাজ্যের অন্যতম বৃহত্তম ফুল মার্কেট। দুর্গাপুজোয় ফুল কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছে পুজো কমিটি।
দুর্গাপুজায় মহার্ঘ্য হল ফুল। সপ্তমীর সকালে কোলাঘাট পাইকারি ফুল বাজারে ফুলের অগ্নিমূল্য বাজার। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রাজ্যের অন্যতম বৃহত্তম ফুল মার্কেট। সেই বাজারে গাঁদা, দোপাটি ও অপরাজিতা-সহ বিভিন্ন ফুলের অগ্নিমূল্য দাম। (ছবি ও তথ্যঃ সৈকত শী)
advertisement
ষষ্ঠী থেকে দশমী, দুর্গাপুজোয় পাঁচ দিনই লাগে প্রচুর পরিমাণে ফুল। পদ্মফুল ছাড়াও অন্যান্য ফুল প্রতিদিনই বাজার থেকে কিনতে হয় পুজো কমিটিগুলিকে। এবার দুর্গাপুজোয় ফুল কিনতে গিয়ে এই ছ্যাঁকা খাচ্ছেন পুজো কমিটিরা। কারণ দুর্গাপুজো ফুলের দাম অনেকটাই বেশি অন্যান্য বছরের তুলনায়।
advertisement
চলতি বছর পুজোর আগে বারবার বর্ষায় জেলার ফুলের চাষ ভীষণভাবে ক্ষতির মুখে পড়েছে। ফলস্বরূপ পদ্ম ছাড়া সমস্ত রকম ফুল বারে বারে ক্ষতির মুখে পড়েছে। মূলত দোপাটি, গাঁদা, অপরাজিতা ও রজনীগন্ধা-সহ বিভিন্ন ধরনের পাপড়িযুক্ত ঝুরো ফুলের পাঁপড়ির মধ্যে বৃষ্টির জল ঢুকে গিয়ে পাপড়ি পচে ফুলের গুণমান নষ্ট হয়েছে। আর তাতেই পুজোর দিনগুলিতে ফুলের দাম ঊর্ধ্বমুখী।
advertisement
পুজোর কয়েকদিনে ফুলের বিপুল চাহিদা। যোগানের সংকট দেখা দিয়েছে। এবং স্বভাবতই দাম বাড়ছে ফুলের। রাজ্যের অন্যতম বৃহৎ ফুল মার্কেট কোলাঘাটে ২৯ সেপ্টেম্বর, সপ্তমীর সকালে ফুলের দাম অনেকটাই চড়া।
advertisement
এদিন কোলাঘাট পাইকারি ফুল বাজারে ঝুরো ফুল অর্থাৎ, লাল গাঁদা ৮০-১০০ টাকা, হলুদ গাঁদা ১২০-১৫০ টাকা দরে বিক্রি হয়েছে। অন্যদিকে দোপাটি ফুলের প্রতি দাম ছিল ৫০ টাকা, অপরাজিতা দাম ছিল ৩০০ টাকা প্রতি কেজি। এক কিলো রজনীগন্ধার দাম ছিল ৩৫০-৪০০ টাকা। খুচরো বাজারের দাম আরও বেশি।
advertisement
সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, 'দুর্গাপুজার কয়েকটি দিন রাজ্যের সর্বত্র ব্যাপক ফুলের চাহিদা থাকে। কিন্তু অতি বৃষ্টির কারণে গাঁদা, দোপাটি, রজনীগন্ধা-সহ বিভিন্ন ফুলের ক্ষেত নষ্ট হয়েছে। তাই দুর্গাপুজায় ফুলের দাম উর্ধ্বমুখী'।
advertisement