Durga Puja 2025: থিম 'উত্তমকুমার', দুর্গাপুজোয় এবার দেখার মতো ভাবনা জেলার এই পুজো কমিটির

Last Updated:
Kalna Durga Puja- সিনেমাপ্রেমীদের অমূল্য স্মৃতিচারণ, সব মিলিয়ে জমজমাট হতে চলেছে এবারের পুজো। কালনা এবার সাক্ষী থাকবে এক ইতিহাসের, যেখানে দেবী আর মহানায়ক দু’জনকেই সমান শ্রদ্ধায় বন্দনা করা হবে।
1/6
বাংলা সিনেমার ইতিহাসে যিনি অমর, মহানায়ক উত্তম কুমার। এ বছর তাঁর জন্মশতবর্ষে পূর্ব বর্ধমানের কালনার পূর্ব সাতগেছিয়া সংহতি ক্লাব এক অনন্য উদ্যোগ নিয়েছে। দুর্গোৎসবের মণ্ডপে সাজানো হয়েছে আস্ত এক নন্দন। সিনেমাপ্রেমীদের কাছে নন্দন যেমন সংস্কৃতির প্রতীক, তেমনি মহানায়কের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি যেন এক গভীর আবেগের বহিঃপ্রকাশ। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
বাংলা সিনেমার ইতিহাসে যিনি অমর, মহানায়ক উত্তম কুমার। এ বছর তাঁর জন্মশতবর্ষে পূর্ব বর্ধমানের কালনার পূর্ব সাতগেছিয়া সংহতি ক্লাব এক অনন্য উদ্যোগ নিয়েছে। দুর্গোৎসবের মণ্ডপে সাজানো হয়েছে আস্ত এক নন্দন। সিনেমাপ্রেমীদের কাছে নন্দন যেমন সংস্কৃতির প্রতীক, তেমনি মহানায়কের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি যেন এক গভীর আবেগের বহিঃপ্রকাশ। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী।
advertisement
2/6
প্রবেশ করলেই দর্শকরা পা রাখবেন এক ভিন্টেজ সিনেমা হলে। মণ্ডপের দেওয়ালে সাজানো উত্তম কুমারের বিরল সব ছবি, পুরোনো পোস্টার, তাঁর ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত। বিশাল স্ক্রিনে ভেসে উঠবে তাঁর অভিনীত ছবির ক্লিপিংস, আর পেছনে বাজবে চিরস্মরণীয় গান। সব মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক অন্যরকম সিনেমাটিক অভিজ্ঞতা। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
প্রবেশ করলেই দর্শকরা পা রাখবেন এক ভিন্টেজ সিনেমা হলে। মণ্ডপের দেওয়ালে সাজানো উত্তম কুমারের বিরল সব ছবি, পুরোনো পোস্টার, তাঁর ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত। বিশাল স্ক্রিনে ভেসে উঠবে তাঁর অভিনীত ছবির ক্লিপিংস, আর পেছনে বাজবে চিরস্মরণীয় গান। সব মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক অন্যরকম সিনেমাটিক অভিজ্ঞতা। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/6
ক্লাবের কোষাধ্যক্ষ সৌমেন ঘোষ জানালেন “মাল্টিপ্লেক্সের দাপটে গ্রামবাংলার অনেক সিনেমা হলই বন্ধ হয়ে গেছে। কিন্তু নন্দন এখনও আমাদের সংস্কৃতির প্রতীক। তাই নন্দনের আদলে আমরা মণ্ডপ গড়েছি।” এই উদ্যোগ শুধু মহানায়কের প্রতি শ্রদ্ধা নয়, বরং হারিয়ে যাওয়া সিনেমা হলের নস্টালজিয়াকে আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
ক্লাবের কোষাধ্যক্ষ সৌমেন ঘোষ জানালেন “মাল্টিপ্লেক্সের দাপটে গ্রামবাংলার অনেক সিনেমা হলই বন্ধ হয়ে গেছে। কিন্তু নন্দন এখনও আমাদের সংস্কৃতির প্রতীক। তাই নন্দনের আদলে আমরা মণ্ডপ গড়েছি।” এই উদ্যোগ শুধু মহানায়কের প্রতি শ্রদ্ধা নয়, বরং হারিয়ে যাওয়া সিনেমা হলের নস্টালজিয়াকে আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা।
তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/6
ক্লাবের আরেক সদস্যের কথায়, “দর্শক মণ্ডপে প্রবেশ করলেই দেখতে পাবেন উত্তমকুমারের বিভিন্ন ছবির দৃশ্য। গান ও দৃশ্যের সমাহার তাঁদের অন্যরকম এক অভিজ্ঞতা দেবে।” সত্যিই, এই উদ্যোগ সিনেমাপ্রেমীদের কাছে হবে এক আবেগঘন যাত্রা। উত্তমকুমারের অভিনয়ের ঝলক, গানের সুর, আর পরিবেশ সব মিলিয়ে দর্শক যেন সময়ের স্রোত বেয়ে পৌঁছে যাবেন সেই সোনালি যুগে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
ক্লাবের আরেক সদস্যের কথায়, “দর্শক মণ্ডপে প্রবেশ করলেই দেখতে পাবেন উত্তমকুমারের বিভিন্ন ছবির দৃশ্য। গান ও দৃশ্যের সমাহার তাঁদের অন্যরকম এক অভিজ্ঞতা দেবে।” সত্যিই, এই উদ্যোগ সিনেমাপ্রেমীদের কাছে হবে এক আবেগঘন যাত্রা। উত্তমকুমারের অভিনয়ের ঝলক, গানের সুর, আর পরিবেশ সব মিলিয়ে দর্শক যেন সময়ের স্রোত বেয়ে পৌঁছে যাবেন সেই সোনালি যুগে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/6
এবারের দুর্গাপুজোয় কালনার পূর্ব সাতগেছিয়া সংহতি ক্লাবের এই অভিনব উদ্যোগ নিঃসন্দেহে হয়ে উঠবে প্রধান আকর্ষণ। একদিকে মহানায়কের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি, অন্যদিকে সিনেমাপ্রেমীদের অমূল্য স্মৃতিচারণ, সব মিলিয়ে জমজমাট হতে চলেছে এবারের পুজো। কালনা এবার সাক্ষী থাকবে এক ইতিহাসের, যেখানে দেবী আর মহানায়ক দু’জনকেই সমান শ্রদ্ধায় বন্দনা করা হবে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
এবারের দুর্গাপুজোয় কালনার পূর্ব সাতগেছিয়া সংহতি ক্লাবের এই অভিনব উদ্যোগ নিঃসন্দেহে হয়ে উঠবে প্রধান আকর্ষণ। একদিকে মহানায়কের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি, অন্যদিকে সিনেমাপ্রেমীদের অমূল্য স্মৃতিচারণ, সব মিলিয়ে জমজমাট হতে চলেছে এবারের পুজো। কালনা এবার সাক্ষী থাকবে এক ইতিহাসের, যেখানে দেবী আর মহানায়ক দু’জনকেই সমান শ্রদ্ধায় বন্দনা করা হবে।
তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
6/6
উত্তমকুমারের জন্মশতবর্ষে কালনার সংহতি ক্লাবের এই পুজো শুধু একটি থিম নয়, বরং স্মৃতির আলোকবর্তিকা। নতুন প্রজন্মের কাছে বাংলা সিনেমার মহানায়ককে আরও কাছ থেকে চিনে নেওয়ার এক সোনালি সুযোগ। আর বয়স্কদের জন্য এ যেন স্মৃতির পাতা উল্টে ফেলার এক আবেগঘন মুহূর্ত। দুর্গাপুজোর আনন্দের সঙ্গে মিলেমিশে তাই এবার কালনায় ছড়িয়ে পড়েছে মহানায়কের অমরত্বের আলো। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
উত্তমকুমারের জন্মশতবর্ষে কালনার সংহতি ক্লাবের এই পুজো শুধু একটি থিম নয়, বরং স্মৃতির আলোকবর্তিকা। নতুন প্রজন্মের কাছে বাংলা সিনেমার মহানায়ককে আরও কাছ থেকে চিনে নেওয়ার এক সোনালি সুযোগ। আর বয়স্কদের জন্য এ যেন স্মৃতির পাতা উল্টে ফেলার এক আবেগঘন মুহূর্ত। দুর্গাপুজোর আনন্দের সঙ্গে মিলেমিশে তাই এবার কালনায় ছড়িয়ে পড়েছে মহানায়কের অমরত্বের আলো। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
advertisement