Gangasagar Tour: গঙ্গাসাগর একবারই তো ‌যাবেন! বেড়াতে গিয়ে কী কী দেখবেন? রইল বিস্তারিত

Last Updated:

Gangasagar Trip: কথায় বলে সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার, কিন্তু এখন নতুনরূপে সেজে উঠা গঙ্গাসাগর আর একবারে আসা তীর্থ নয়। ‌যখন তখন ছোট ছুটিতেও এই তীর্থস্থান ‌যথেষ্ঠ আকর্ষণীয়।

+
গঙ্গাসাগরের

গঙ্গাসাগরের সমুদ্রতট

গঙ্গাসাগর: শেষ হতে চলল ২০২৩। নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। কথায় বলে সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার, কিন্তু এখন নতুনরূপে সেজে উঠা গঙ্গাসাগর আর একবারে আসা তীর্থ নয়।‌ যখন তখন ছোট ছুটিতেও এই তীর্থস্থান‌যথেষ্ঠ আকর্ষনীয়।
গঙ্গাসাগর আসলে কোথায় ঘুরবেন রইল তালিকা। গঙ্গাসাগর এখন বিশ্বমানের পর্যটনস্থল। স্বাভাবিকভাবেই এখানে ভিড় লেগেই থাকে সবসময়। গঙ্গাসাগরের তটে প্রিয়জনের হাত ধরে ঢেউয়ের আলপনা দেখা, কিংবা সূর্যোদয়, সূর্যাস্ত দেখার মতো আনন্দ আর আর নেই। এই দৃশ্য না দেখলে আপনি তাহলে মিস করে যাবেন অনেক কিছুই।
আরও পড়ুনঃ বৌভাতের রাতে গমগম করছিল বাড়ি! এমন সময়ে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড! বর-বউ ছেড়ে দৌড়ে পালাল সবাই
কপিলমুনির আশ্রম ছাড়া আর কি দেখবেন সেখানে। রয়েছে আরও অনেক জায়গা, কপিলমুনির সরোবর, মনসামাতার মন্দির, নাগ মন্দির, লাইট হাউস, রয়েছে সুসজ্জিত পার্ক।
advertisement
advertisement
এ ছাড়াও রয়েছে বেনুবন ঘাট, সুন্দরবনের ম্যানগ্রোভ গাছের মধ্যে দিয়ে হেঁটে যেতে পারবেন এখান থেকে। গঙ্গাসাগর মেলার জন্য সমগ্র গঙ্গাসাগরকে সাজিয়ে তোলা হচ্ছে। সেজন্য গঙ্গাসাগরে গিয়ে আপনি নিরাশ হবেন না একেবারেই। বছর শেষে পাপ-পূণ্যের হিসাব মেলানো পাশপাশি বছরে শেষ সূর্যাস্তের সাক্ষী হতে ঘুরে আসতেই পারেন গঙ্গাসাগর।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Tour: গঙ্গাসাগর একবারই তো ‌যাবেন! বেড়াতে গিয়ে কী কী দেখবেন? রইল বিস্তারিত
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement