Gangasagar Tour: গঙ্গাসাগর একবারই তো যাবেন! বেড়াতে গিয়ে কী কী দেখবেন? রইল বিস্তারিত
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Gangasagar Trip: কথায় বলে সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার, কিন্তু এখন নতুনরূপে সেজে উঠা গঙ্গাসাগর আর একবারে আসা তীর্থ নয়। যখন তখন ছোট ছুটিতেও এই তীর্থস্থান যথেষ্ঠ আকর্ষণীয়।
গঙ্গাসাগর: শেষ হতে চলল ২০২৩। নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। কথায় বলে সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার, কিন্তু এখন নতুনরূপে সেজে উঠা গঙ্গাসাগর আর একবারে আসা তীর্থ নয়। যখন তখন ছোট ছুটিতেও এই তীর্থস্থানযথেষ্ঠ আকর্ষনীয়।
গঙ্গাসাগর আসলে কোথায় ঘুরবেন রইল তালিকা। গঙ্গাসাগর এখন বিশ্বমানের পর্যটনস্থল। স্বাভাবিকভাবেই এখানে ভিড় লেগেই থাকে সবসময়। গঙ্গাসাগরের তটে প্রিয়জনের হাত ধরে ঢেউয়ের আলপনা দেখা, কিংবা সূর্যোদয়, সূর্যাস্ত দেখার মতো আনন্দ আর আর নেই। এই দৃশ্য না দেখলে আপনি তাহলে মিস করে যাবেন অনেক কিছুই।
আরও পড়ুনঃ বৌভাতের রাতে গমগম করছিল বাড়ি! এমন সময়ে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড! বর-বউ ছেড়ে দৌড়ে পালাল সবাই
কপিলমুনির আশ্রম ছাড়া আর কি দেখবেন সেখানে। রয়েছে আরও অনেক জায়গা, কপিলমুনির সরোবর, মনসামাতার মন্দির, নাগ মন্দির, লাইট হাউস, রয়েছে সুসজ্জিত পার্ক।
advertisement
advertisement
এ ছাড়াও রয়েছে বেনুবন ঘাট, সুন্দরবনের ম্যানগ্রোভ গাছের মধ্যে দিয়ে হেঁটে যেতে পারবেন এখান থেকে। গঙ্গাসাগর মেলার জন্য সমগ্র গঙ্গাসাগরকে সাজিয়ে তোলা হচ্ছে। সেজন্য গঙ্গাসাগরে গিয়ে আপনি নিরাশ হবেন না একেবারেই। বছর শেষে পাপ-পূণ্যের হিসাব মেলানো পাশপাশি বছরে শেষ সূর্যাস্তের সাক্ষী হতে ঘুরে আসতেই পারেন গঙ্গাসাগর।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 18, 2023 6:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Tour: গঙ্গাসাগর একবারই তো যাবেন! বেড়াতে গিয়ে কী কী দেখবেন? রইল বিস্তারিত







