Bangla News: বৌভাতের রাতে গমগম করছিল বাড়ি! এমন সময়ে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড! বর-বউ ছেড়ে দৌড়ে পালাল সবাই

Last Updated:

Bangla News: বৌভাতের রাতেই গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাবড়া এলাকায়।

+
অনুষ্ঠান

অনুষ্ঠান বাড়িতে আগুন। প্রতীকী ছবি।

মসলন্দপুর: বিয়ের পর বৌভাতের রাতে আনন্দে মেতে উঠেছিল বাড়ি। আত্মীয়-স্বজন থেকে প্রতিবেশীদের ভিড় তখন গমগম করছে। কিছুক্ষণেই এসে পৌঁছনোর কথা ছিল আমন্ত্রিতদেরও। বিয়ে বাড়ির রান্নাও তখন শেষের পথে। সেই মুহূর্তে ঘটল বিপত্তি। অনুষ্ঠান বাড়িতে পড়ে গেল হুলুস্থুল। বৌভাতের রাতেই গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
উত্তর ২৪ পরগণার হাবড়া থানার অন্তর্গত মহিষা মসলন্দপুর এলাকার বাসিন্দা পিন্টু পালের রবিবার বৌভাত ছিল। সেখানে রান্নার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। এলাকাবাসীরা জানিয়েছেন, পিন্টু পাল পেশায় ফার্নিচার ব্যবসায়ী। তাঁর বাড়ির একদিকে খাট-সহ একাধিক আসবাব রাখা ছিল। পাশেই রান্নার জায়গা থেকে আগুন ছড়িয়ে পড়ে, ফলে পুড়ে যায় সব। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ চুল স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্ট করান? সাবধান…! আপনার শরীরে বাড়ছে ‘এই’ ৪ ক্যানসারের আশঙ্কা
ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েন পিন্টু। খবর দেওয়া হয় দমকল ও হাবড়া থানায়। যদিও এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় দমকল কর্মীদেরও বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে স্থানীয়ওরাও ঝাঁপিয়ে পড়েন আগুন নেভানোর কাজে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত, আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা।
advertisement
advertisement
দমকলের একটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। রান্নার গ্যাস সিলিন্ডার লিক করেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে মনে করা হচ্ছে দমকল ও পুলিশের তরফ থেকে। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৌভাতের রাতে এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
Rudra Nrayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বৌভাতের রাতে গমগম করছিল বাড়ি! এমন সময়ে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড! বর-বউ ছেড়ে দৌড়ে পালাল সবাই
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement