Cancer: চুল স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্ট করান? সাবধান...! আপনার শরীরে বাড়ছে 'এই' ৪ ক্যানসারের আশঙ্কা

Last Updated:
Cancer: রাসায়নিক পণ্যগুলির ঘন ঘন ব্যবহার মহিলাদের বয়ঃসন্ধি এবং গর্ভাবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কোন রাসায়নিক সব থেকে বেশি প্রভাব ফেলে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
1/9
*আধুনিক জীবনযাত্রার কারণে নানা রকম স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। অথচ, মানুষ সেদিকে নজর দিতে নারাজ। ইদানিং মহিলাদের মধ্যে ঘন মসৃণ চুলের প্রতি আকর্ষণ বেড়েছে। তাই প্রায় সকলেই স্যালোঁতে গিয়ে হেয়ার স্ট্রেইটনিং ট্রিটমেন্ট করাচ্ছেন। সংগৃহীত ছবি। 
*আধুনিক জীবনযাত্রার কারণে নানা রকম স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। অথচ, মানুষ সেদিকে নজর দিতে নারাজ। ইদানিং মহিলাদের মধ্যে ঘন মসৃণ চুলের প্রতি আকর্ষণ বেড়েছে। তাই প্রায় সকলেই স্যালোঁতে গিয়ে হেয়ার স্ট্রেইটনিং ট্রিটমেন্ট করাচ্ছেন। সংগৃহীত ছবি। 
advertisement
2/9
*গবেষণা বলছে, চুল সোজা করার পণ্যগুলিতে থাকা রাসায়নিক মহিলাদের জরায়ু, ডিম্বাশয় এবং স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। গবেষণায় দেখা গিয়েছে, ওই রাসায়নিক পণ্যগুলির ঘন ঘন ব্যবহার মহিলাদের বয়ঃসন্ধি এবং গর্ভাবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এর মধ্যে কোন রাসায়নিক সব থেকে বেশি প্রভাব ফেলে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংগৃহীত ছবি। 
*গবেষণা বলছে, চুল সোজা করার পণ্যগুলিতে থাকা রাসায়নিক মহিলাদের জরায়ু, ডিম্বাশয় এবং স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। গবেষণায় দেখা গিয়েছে, ওই রাসায়নিক পণ্যগুলির ঘন ঘন ব্যবহার মহিলাদের বয়ঃসন্ধি এবং গর্ভাবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এর মধ্যে কোন রাসায়নিক সব থেকে বেশি প্রভাব ফেলে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংগৃহীত ছবি। 
advertisement
3/9
*ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সন্দেহ করেছে, সব থেকে মারাত্মক রাসায়নিকটি হতে পারে ফর্মালডিহাইড। স্যালোঁ-তে যে কেরাটিন নির্ভর স্ট্রেটনিং করানো হয়, তার মধ্যে এই উপাদান থাকে। এটি ক্যানসার সৃষ্টি করে। সংগৃহীত ছবি। 
*ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সন্দেহ করেছে, সব থেকে মারাত্মক রাসায়নিকটি হতে পারে ফর্মালডিহাইড। স্যালোঁ-তে যে কেরাটিন নির্ভর স্ট্রেটনিং করানো হয়, তার মধ্যে এই উপাদান থাকে। এটি ক্যানসার সৃষ্টি করে। সংগৃহীত ছবি। 
advertisement
4/9
*ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই ক্ষতিকারক রাসায়নিক নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে কাজ করছে। তবে সাধারণ হেয়ার স্ট্রেইটনার এবং ওষুধের দোকানে কেনা অন্য পণ্যগুলিতে এই ফর্মালডিহাইড থাকে না। সংগৃহীত ছবি। 
*ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই ক্ষতিকারক রাসায়নিক নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে কাজ করছে। তবে সাধারণ হেয়ার স্ট্রেইটনার এবং ওষুধের দোকানে কেনা অন্য পণ্যগুলিতে এই ফর্মালডিহাইড থাকে না। সংগৃহীত ছবি। 
advertisement
5/9
*আবার কিছু পণ্যে এমন রাসায়নিক থাকে যা এন্ডোক্রাইন সিস্টেমের জন্য ক্ষতিকর। রাসায়নিক পদার্থ যেমন phthalates, phenols এবং parabens ক্ষতিকর। এই রাসায়নিকগুলি ইস্ট্রোজেন বা অন্য হরমোনের মতো কাজ করতে পারে যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। সংগৃহীত ছবি। 
*আবার কিছু পণ্যে এমন রাসায়নিক থাকে যা এন্ডোক্রাইন সিস্টেমের জন্য ক্ষতিকর। রাসায়নিক পদার্থ যেমন phthalates, phenols এবং parabens ক্ষতিকর। এই রাসায়নিকগুলি ইস্ট্রোজেন বা অন্য হরমোনের মতো কাজ করতে পারে যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। সংগৃহীত ছবি। 
advertisement
6/9
*২০২২ সালের জার্নাল অফ ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের করা একটি গবেষণা বলছে, মহিলারা বছরে চারবার বা তার বেশি চুল সোজা করার পণ্য ব্যবহার করলে জরায়ু ক্যানসারের ঝুঁকি দ্বিগুণ হয়। সংগৃহীত ছবি। 
*২০২২ সালের জার্নাল অফ ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের করা একটি গবেষণা বলছে, মহিলারা বছরে চারবার বা তার বেশি চুল সোজা করার পণ্য ব্যবহার করলে জরায়ু ক্যানসারের ঝুঁকি দ্বিগুণ হয়। সংগৃহীত ছবি। 
advertisement
7/9
*এনভায়রনমেন্টাল রিসার্চ জার্নালে প্রকাশিত গত অক্টোবরের এক গবেষণায় দেখা গিয়েছে যে মহিলারা নিয়মিত হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করেন তাদের এন্ডোমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকি ৫০ থেকে ৭০ শতাংশ বেড়ে যায়। সংগৃহীত ছবি। 
*এনভায়রনমেন্টাল রিসার্চ জার্নালে প্রকাশিত গত অক্টোবরের এক গবেষণায় দেখা গিয়েছে যে মহিলারা নিয়মিত হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করেন তাদের এন্ডোমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকি ৫০ থেকে ৭০ শতাংশ বেড়ে যায়। সংগৃহীত ছবি। 
advertisement
8/9
*অন্য একটি গবেষণায় ডিম্বাশয় এবং স্তন ক্যানসারের সমস্যাও দেখা দিতে পারে। স্তন ক্যানসারের বিষয়েও মিশ্র তথ্য পাওয়া গিয়েছে। যে সমস্ত মহিলারা বয়ঃসন্ধিকালে প্রায়ই স্ট্রেইটনিং বা পার্মিং (চুল কুঁচকানোর একটি পদ্ধতি) করেন তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি থাকে। সংগৃহীত ছবি। 
*অন্য একটি গবেষণায় ডিম্বাশয় এবং স্তন ক্যানসারের সমস্যাও দেখা দিতে পারে। স্তন ক্যানসারের বিষয়েও মিশ্র তথ্য পাওয়া গিয়েছে। যে সমস্ত মহিলারা বয়ঃসন্ধিকালে প্রায়ই স্ট্রেইটনিং বা পার্মিং (চুল কুঁচকানোর একটি পদ্ধতি) করেন তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি থাকে। সংগৃহীত ছবি। 
advertisement
9/9
*জেমস হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের পরিবেশগত প্রজনন মহামারীবিদ্যার সহকারী অধ্যাপক তামারা জেমস-টড বলেছেন, ‘আমাদের গবেষণায় দেখা গিয়েছে, কিছু পণ্যে অনেক ক্ষতিকারক রাসায়নিক রয়েছে।’ তবে কোনও গবেষণাতেই দেখানো হয়নি যে ওই পণ্যগুলি সরাসরি ক্যানসার সৃষ্টি করে। ওই পণ্যগুলির ব্যবহার ক্যানসারের ঝুঁকি বাড়ায়। সংগৃহীত ছবি।
*জেমস হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের পরিবেশগত প্রজনন মহামারীবিদ্যার সহকারী অধ্যাপক তামারা জেমস-টড বলেছেন, ‘আমাদের গবেষণায় দেখা গিয়েছে, কিছু পণ্যে অনেক ক্ষতিকারক রাসায়নিক রয়েছে।’ তবে কোনও গবেষণাতেই দেখানো হয়নি যে ওই পণ্যগুলি সরাসরি ক্যানসার সৃষ্টি করে। ওই পণ্যগুলির ব্যবহার ক্যানসারের ঝুঁকি বাড়ায়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement