West Bengal Student Stuck in Israel: 'চারিদিক অন্ধকার, সাইরেন বাজলে শেল্টারে ছুটছি', ইজরায়েলে আটকে খড়দহের দিব্য! ফোনে বাবা-মাকে যা জানিয়েছে ভয়ঙ্কর

Last Updated:

West Bengal Student Stuck in Israel: ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ইজরায়েলে আটকে খড়দহের ছাত্র দিব্য, উৎকণ্ঠায় পরিবার। সাইরেন বাজলেই ছুটতে হচ্ছে শেল্টারে, ফোনে পরিবারকে।

আটকে পড়া ছাত্র দিব্য মুখোপাধ্যায়
আটকে পড়া ছাত্র দিব্য মুখোপাধ্যায়
রহড়া: ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ইজরায়েলে আটকে খড়দহের ছাত্র দিব্য, উৎকণ্ঠায় পরিবার। সাইরেন বাজলেই ছুটতে হচ্ছে শেল্টারে, ফোনে পরিবারকে। বর্তমানে রেহাত শহরেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে দিব্য মুখোপাধ্যায়। সেন্ট্রাল ইজরায়েলের এই শহরেই ইউনিভার্সিটি অফ জেরুজালেমের একটি শাখায় প্ল্যান্ট প্যাথলজির উপর পোস্ট-ডক্টরাল গবেষণারত দিব্য। ২০২২ সালের অক্টোবর মাসে সেখানে পড়াশোনার জন্য পাড়ি দেন ৩৬ বছর বয়সি এই যুবক।
চলতি বছরের অক্টোবর মাসে গবেষণার কাজ শেষ করে তাঁর বাড়ি ফেরার কথা। কিন্তু হঠাৎ করেই যুদ্ধের আবহে উৎকণ্ঠা বাড়ছে বন্দিপুর উপনিবেশ এলাকায় থাকা তাঁর পরিবারের মধ্যে। গত শুক্রবার থেকেই তেহরান-সহ একাধিক ইরানি শহরে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইজরায়েল। সেই পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন দুই দেশের বহু সাধারণ মানুষ। ইরানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় শতাধিক।
advertisement
আরও পড়ুনঃ ঘুম থেকে ওঠার পরপরই স্নান করেন? ৯৯% মানুষই সাংঘাতিক ভুল করছেন দিনের পর দিন! পরিণাম জেনে আজই সাবধান হন
দিব্যর পরিবার জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তাঁকে ল্যাবে যেতে নিষেধ করেছে প্রশাসন। বাড়িতেই থাকতে বলা হয়েছে। সাইরেন বাজলেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছুটে যেতে হচ্ছে আন্ডারগ্রাউন্ড শেল্টারে। দিব্যর কাকা শুভময় মুখোপাধ্যায় জানান, গত শনিবার দিব্যদের বাড়ি থেকে মাত্র দেড় কিমি দূরেই শেল পড়ে বলে ফোনে জানিয়েছে। তখন সাইরেন বেজেছিল, সঙ্গে সঙ্গে ওরা মোবাইল অ্যালার্ট পেয়ে শেল্টারে চলে যায়। রবি ও সোমবারেও বারবার অ্যালার্ট এসেছে।
advertisement
advertisement
আজ সকালেও আবার সাইরেন বেজেছে। তবে ওর সঙ্গে আমরা নিয়মিত ভিডিও কলে যোগাযোগ রাখছি। যদিও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলেই ও জানাচ্ছে। তবুও যেন দুশ্চিন্তা পিছু ছাড়ছে না গোটা পরিবারের।এমন উদ্বেগজনক পরিস্থিতিতে দিব্যর বাড়িতে হাজির হয় রহড়া থানার পুলিশ। সকালে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। রহড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঋকবেদ সাহা আশ্বস্ত করে জানান, পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনও সহযোগিতার প্রয়োজন হলে যেন পরিবার যোগাযোগ করে।
advertisement
প্রসঙ্গত, এক বছর আগেও গাজার সঙ্গে যুদ্ধ শুরু হলে দিব্য কিছুদিনের জন্য দেশে ফিরে এসেছিলেন। মাস খানেক পরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে তিনি ফের ইসরায়েলে ফিরে যান। তবে এবারের সংঘর্ষ আগের তুলনায় অনেক ভয়াবহ রূপ নিয়েছে বলেই অনুমান পরিবারের। এই পরিস্থিতির কবে বদল ঘটবে তা এখন অনিশ্চিত। তবে দিব্যর পরিবার শুধু চায়, তাদের ছেলে যেন নিরাপদে ঘরে ফিরতে পারে। আর সেই প্রার্থনাতেই এখন দিন গুনছে খড়দহের বন্দিপুর এলাকার এই ছাত্রের পরিবার।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Student Stuck in Israel: 'চারিদিক অন্ধকার, সাইরেন বাজলে শেল্টারে ছুটছি', ইজরায়েলে আটকে খড়দহের দিব্য! ফোনে বাবা-মাকে যা জানিয়েছে ভয়ঙ্কর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement