Teacher's Day 2025 : জাতীয় শিক্ষক পুরস্কার, হাতে পাবেন ৫০ হাজার টাকা! কিন্তু খরচ করবেন কীভাবে? জানলে অবাক হবেন

Last Updated:

‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫’। সম্মাননা পুরস্কার স্বরূপ রৌপ্য পদকের পাশাপাশি পুরস্কার দেওয়া হবে নগদ ৫০ হাজার টাকা।

ভারপ্রাপ্ত শিক্ষিকা।
ভারপ্রাপ্ত শিক্ষিকা।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: প্রান্তিক এলাকার সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়। ছাত্র-ছাত্রীদের মতো করেই বিদ্যালয়ের সাজানো গোছানো হয়েছে। বিকালের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি নেপথ্যের কারিগর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। স্কুলকে সাজিয়ে গুছিয়ে তোলার জন্যই সরকার পোষিত এই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা পাচ্ছেন জাতীয় শিক্ষকের পুরস্কার। সম্প্রতি তাঁর নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে তাঁর হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন তিনি।
শিক্ষক দিবসে জাতীয় শিক্ষক পুরস্কার তার হাতে তুলে দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফে। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হবে সম্মাননা অর্থ। তবে জানেন এই শিক্ষিকা পুরস্কার অর্থে কী কী করবেন? আগামীতে কী পরিকল্পনা তার? পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণের হিজলি সংলগ্ন কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়। সেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তনুশ্রী দাস। শিক্ষক দিবসের দিন দিল্লির বিজ্ঞান ভবনে একটি অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হবে ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫’। তার হাতে সম্মাননা পুরস্কার স্বরূপ রৌপ্য পদকের পাশাপাশি পুরস্কার দেওয়া হবে নগদ ৫০ হাজার টাকা।
advertisement
আরও পড়ুন : শুনলে অবাক হবেন! এই বেসরকারি বিদ্যালয়ে নামমাত্র খরচে পড়াশোনার সুযোগ! কলকাতার একদম কাছে
শিক্ষামন্ত্রকের তরফে চলতি বছর শিক্ষক দিবসে সারা দেশের ৪৫ জন শিক্ষক-শিক্ষিকার হাতে তুলে দেওয়া হবে ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫’ (National Teacher’s Award 2025)। এই নাম প্রকাশের পর বেশ খুশি শিক্ষিকা থেকে বিদ্যালয়ের অন্যান্যরাও। খুশি প্রাথমিক শিক্ষক মহল।
advertisement
advertisement
ভারপ্রাপ্ত শিক্ষিকা তনুশ্রী দাস বলেন, ‘আমি খুব খুশি। যে স্কুলকে নিয়ে এগিয়ে চলা, সেই স্কুলে বসেই সুখবরটা পেলাম। এই কৃতিত্ব আমার ছাত্রছাত্রী, সহকর্মী ও গ্রামবাসীদের। ওঁদের জন্যই এই জায়গায় পৌঁছতে পেরেছি। প্রত্যন্ত এলাকায় অবস্থিত আমাদের স্কুলকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এই পুরস্কার তাই তাঁদেরকেই উৎসর্গ করতে চাই। পুরস্কারের অর্থ দিয়ে বিদ্যালয়কে আরও নতুনভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে চাই।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যালয়ের মধ্যে রয়েছে ব্যাংক থেকে হাসপাতাল। পড়ুয়াদের শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি মানসিক এবং শারীরিক বিকাশে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বিদ্যালয়। নিজের হাতে রং করা থেকে পড়ুয়াদের জন্য নানা জিনিস তৈরি, শিক্ষিকাদের সহযোগিতা নিয়ে করেছেন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তার এই কৃতিত্বে মিলেছে পুরস্কার। শিক্ষিকার এই ভাবনা অবাক করেছে শিক্ষামহলকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Teacher's Day 2025 : জাতীয় শিক্ষক পুরস্কার, হাতে পাবেন ৫০ হাজার টাকা! কিন্তু খরচ করবেন কীভাবে? জানলে অবাক হবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement