শুনলে অবাক হবেন! এই বেসরকারি বিদ্যালয়ে নামমাত্র খরচে পড়াশোনার সুযোগ! কলকাতার একদম কাছে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
ভর্তির খরচ ও মাসিক টিউশন ফি সকলের সাধ্যের মধ্যে। তাই প্রত্যেকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে এই বিদ্যালয়।
দক্ষিণ ২৪ পরগনার, সুমন সাহা: পঞ্চাশ বছর পূর্ণ করল বোসপুকুর শিশু নিকেতন হাইস্কুল। অর্ধশতাব্দী ধরে শিক্ষা, সংস্কৃতি আর মূল্যবোধের দিশারী হয়ে উঠেছে এই প্রতিষ্ঠান। বেসরকারি স্কুল হলেও উচ্চমাধ্যমিক পর্যন্ত অনুমোদনপ্রাপ্ত এই বিদ্যালয় আজ সমাজে এক উজ্জ্বল নাম। এখানে ভর্তির খরচ ও মাসিক টিউশন ফি সকলের সাধ্যের মধ্যে। তাই প্রত্যেক অভিভাবকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে এই বিদ্যালয়।
শিক্ষক ও শিক্ষিকার সঙ্গে প্রতিটি ছাত্রছাত্রীর রয়েছে সুমধুর সম্পর্ক। শুধু পড়াশোনা নয়, জীবনের নানা সমস্যা নিয়েও এখানে দেওয়া হয় সঠিক দিশা। বিশেষ করে ছাত্রীদের প্রতি রয়েছে আলাদা নজর। দেওয়া হয় সচেতনতার শিক্ষা। বিদ্যালয়ের পরিকাঠামো আজ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গড়ে উঠেছে। স্মার্ট ক্লাসরুম, প্রতিটি শ্রেণীকক্ষে সিসিটিভি ক্যামেরা, আধুনিক ল্যাবরেটরি, উন্নতমানের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা এবং সমৃদ্ধ একটি লাইব্রেরি, সবই রয়েছে ছাত্রছাত্রীদের উপযোগী করে তোলার জন্য।
advertisement
আরও পড়ুন : ‘হাত দিলেই হাতকড়া’! হচ্ছেটা কী দিঘায়! জানুন পুরো ঘটনা, জানলে স্যালুট জানাবেন বন দফতরকে
কেবল পাঠ্যবইয়ের সীমাবদ্ধতায় আটকে না থেকে, সাংস্কৃতিক চর্চা ও খেলার দিকেও সমান গুরুত্ব দেওয়া হয় এখানে। বছরের বিভিন্ন সময়ে আয়োজিত হয় নানা অনুষ্ঠান। যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়। অতীতের পথচলায় বহু ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করে আজ সমাজে সুপ্রতিষ্ঠিত।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা শিক্ষক হয়ে মানুষের সেবা করে চলেছেন। তাঁদের সাফল্যে গর্বিত হয় বোসপুকুর শিশুনিকেতন। সব মিলিয়ে, শিক্ষা আর সংস্কৃতির এক সমন্বিত দিশা দেখিয়ে চলেছে এই প্রতিষ্ঠান। অর্ধশতাব্দীর পথ চলা শেষে আজও দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে বোসপুকুর শিশুনিকেতন হাইস্কুল। ভবিষ্যতের প্রজন্ম গড়ার এক নির্ভরযোগ্য কারিগর হয়ে উঠেছে এই বিদ্যালয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 6:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শুনলে অবাক হবেন! এই বেসরকারি বিদ্যালয়ে নামমাত্র খরচে পড়াশোনার সুযোগ! কলকাতার একদম কাছে