ডিজিটালেও ভারতের 'বিক্রম'! দেশীয় প্রযুক্তিতে প্রথম সেমিকন্ডাক্টর চিপ সফল! কারা তৈরি করল? জানলে গর্ব হবে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
তেল যদি হয় ব্ল্যাক গোল্ড, তবে চিপ হল ডিজিটাল ডায়মন্ড। এখানে এনআইটি দুর্গাপুরের টিমের তৈরি চিপের নকশা C2S0029 সফল।
advertisement
মঙ্গলবার নয়াদিল্লির যশোভূমি কনফারেন্স সেন্টারে "সেমিকন ইন্ডিয়া ২০২৫" সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই উন্মোচিত হয় এনআইটির আবিস্কৃত সেমিকন্ডাকটর চিপ। প্রযুক্তির ইতিহাসে ভারত যেন এক নতুন অধ্যায় রচনা করল বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। <strong>( ছবি ও তথ্য :দীপিকা সরকার)</strong>
advertisement
ভারতের প্রথম এই দেশীয় প্রসেসর ‘বিক্রম ৩২-বিট চিপ’ ISRO-র সেমিকন্ডাক্টর ল্যাবরেটরিতে তৈরি হয়। ওই দিন অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, বিংশ শতাব্দীতে তেলের গুরুত্ব যেমন ছিল, একবিংশ শতাব্দীতে তেমনই গুরুত্ব পাবে সেমিকন্ডাক্টর চিপ।" "তেল যদি হয় ব্ল্যাক গোল্ড, তবে চিপ হল ডিজিটাল ডায়মন্ড।” এখানে এনআইটি দুর্গাপুরের টিমের তৈরি চিপের নকশা C2S0029 প্রদর্শিত হয়।এই সফল প্রজেক্টে যুক্ত ছিলেন এনআইটি'র ডঃ হেমন্ত কুমার মন্ডল, ডঃ অনিরুদ্ধ চন্দ্র, শুভদীপ নাগ এবং সুমন কল্যাণ পোরেল। <strong>( ছবি ও তথ্য: দীপিকা সরকার)</strong>
advertisement
advertisement
SEMICON ইন্ডিয়া ২০২৫-এ, মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রথম মেড-ইন-ইন্ডিয়া এই চিপ উপস্থাপন করেন। জানা গিয়েছে, এই চিপ জঙ্গলে বেআইনী কাজ যেমন অগ্নিসংযোগ, গাছ চুরি এসব মনিটারিং করবে। ইতিমধ্যে ওড়িশা ও বিহার সরকার এই চিপ ব্যবহারের এর জন্য মউ চুক্তি করেছে। হায়দ্রাবাদের দুটি সংস্থা বানিজ্যিকভাবে এই চিপ তৈরির মউ চুক্তি করেছে।" <strong>( ছবি ও তথ্য: দীপিকা সরকার)</strong>
advertisement