খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে এনআইএ-র জালে আরও ২, গ্রেফতার কওসর ঘনিষ্ঠ কদর ও সাজ্জাদ

Photo: News18 Bangla

Photo: News18 Bangla

  • Last Updated :
  • Share this:

    #আরামবাগ: খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় এনআইএ-র জালে আরও ২। রাজমিস্ত্রির পরিচয়ে আরামবাগের ডোঙ্গলে গা ঢাকা দেয় তারা। অবশেষে গ্রেফতার কদর কাজি ও সাজ্জাদ আলি।

    শান্ত ডোঙ্গলে কী উদ্দেশে ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা ? ডোঙ্গলে বসেই কি নতুন পরিকল্পনার ছক করছিল তারা ? ইত্যাদি সব কিছুই এখন খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। কদর খাগড়গড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত। জঙ্গি প্রশিক্ষণ ও নিয়োগের দায়িত্বে ছিল তার কাঁধে। ধৃতরা বোমা ও বিস্ফোরক তৈরিতে দক্ষ বলেই এনআইএ-র তরফে দাবি করা হয়েছে।

    জামাত জঙ্গি কওসরকে জের করে সাজ্জাদ ও কদরের খবর পায় এনআইএ ৷ ধৃতদের কাছে মিলেছে ঘড়ি ও তার ৷ এনআইএ-র ওয়ান্টেড তালিকায় নাম ছিল এই দুই জঙ্গির ৷ দীর্ঘদিন দক্ষিণ ভারতে গা ঢাকা দিয়েছিল তারা ৷ এরপর  এরাজ্যে এসে রাজমিস্ত্রির কাজ করছিল সাজ্জাদরা ৷ ধৃতদের আজ, মঙ্গলবার এনআই আদালতে তোলা হবে ৷

    First published:

    Tags: Arrest, Khagragarh Blast Case