Kaushiki Amavasya 2024: সোমবার কৌশিকী আমাবস্যা, তারাপীঠে সক্রিয় প্রতারণা চক্র! পুজো দেওয়ার একটু ভুলে অ্যাকাউন্ট সাফ

Last Updated:

Kaushiki Amavasya 2024: সোমবার ভাদ্র মাসের অমাবস্যা অর্থাৎ কৌশিকী আমাবস্যা। আর তার আগে তারাপীঠে কৌশিকী তিথি আসতেই ফের সোশ্যাল মিডিয়ায় অনলাইনে পুজো দেওয়ার প্রতারণা চক্র।

+
মা

মা তারা 

বীরভূম: সোমবার ভাদ্র মাসের অমাবস্যা অর্থাৎ কৌশিকী আমাবস্যা। আর তার আগে তারাপীঠে কৌশিকী তিথি আসতেই ফের সোশ্যাল মিডিয়ায় অনলাইনে পুজো দেওয়ার প্রতারণা চক্র। ধর্মবিশ্বাসী মানুষ পুজো দেওয়ার জন্য হাজার হাজার টাকা পাঠিয়ে প্রতারিত হচ্ছেন। আর এই বিষয় নিয়েই বেশ কয়েকদিন আগে তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে সিউড়ি সাইবার ক্রাইমে একটি অভিযোগ দায়ের হয়। আর সেই অভিযোগের পর প্রতারকরা কিছুদিন বাড়বাড়ন্ত কমালেও কৌশিকী অমাবস্যার আগে মাথাচড়া দিয়ে উঠেছে প্রতারণা চক্র।
এ দিকে অসাধুচক্রের খপ্পরে না পড়ার আবেদন জানিয়েছে মন্দির কমিটি। মন্দির কমিটির দাবি, এরকম কোনও অনলাইন পুজো দেওয়ার ব্যবস্থা নেই। তারাপীঠের সবচেয়ে বড় উৎসব এই কৌশিকী অমাবস্যা। এই উৎসব মানেই তারাপীঠের লক্ষ লক্ষ ভক্তের সমাগম। প্রতিবছর এই আমাবস্যা তিথিতে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে, এ বছরেও তার অন্যথা হবে না।আর সেই কারণেই ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে গোটা তারাপীঠ চত্বরকে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বেশ কিছু অসাধু ব্যক্তি নিজেদের চক্র চালাচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ গাঁটে ব্যথায় কুঁকড়ে যায় শরীর! অতি সস্তার এই কমলা-সবুজ গোল সবজি ইউরিক অ্যাসিডের যম! সপ্তাহে ৩ দিন পাতে থাকুক
কেউ কেউ আবার দেবীর নামে ওয়েবসাইটে অ্যাপ বানিয়ে বিভিন্ন রকমের পুজোর ডালার দাম নির্ধারিত করেছেন। ইংরেজিতে লেখা রয়েছে বুক, আর সেখানে ক্লিক করলেই বিভিন্ন পুজো দেওয়ার তালিকা খুলে যাচ্ছে। মূলত করোনা পরিস্থিতির সময় এই প্রতারণা চক্র কয়েক গুণ বেড়ে গিয়েছে। কারণ করোনা সংক্রমণ রোধের জন্য প্রশাসনের তরফ থেকে কাউকে বাড়ির বাইরে বের হতে দেওয়া হচ্ছিল না। আর সেই সময়েই সাধারণ মানুষজন অনলাইন কেনাবেচার উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে। সেই সুযোগেই প্রতারণা চক্র সক্রিয় হয়ে ওঠে। বাদ যায়নি দেব দেবী এবং মন্দিরও।
advertisement
advertisement
তখন থেকেই রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বিশেষ করে তারাপীঠের মতো এলাকায় প্রতারকরা জাল বিছিয়েছে। সারা বছর চুপচাপ থাকলেও বিভিন্ন তিথিতে সক্রিয় হয়ে ওঠে সেই চক্রের পাণ্ডারা। আর ধর্ম বিশ্বাসী মানুষ তাদের চক্রে পড়তেই পকেট ফাঁকা হয়ে যায়। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি ও তারাময় মুখোপাধ্যায় জানান, মন্দিরের কোন অনলাইন ওয়েবসাইট নেই। পর্যটক বা ভক্তদের নিজস্ব কোনও না কোনও পুরোহিত রয়েছে। যদি পুজো দিতেই চান ঘরে বসে, সেক্ষেত্রে বিশ্বস্ত পুরোহিতদের ফোন করে পুজো দেওয়ার ব্যবস্থা করুন। কোনও অনলাইন পুজো দেওয়ার চক্রে পড়বেন না।
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kaushiki Amavasya 2024: সোমবার কৌশিকী আমাবস্যা, তারাপীঠে সক্রিয় প্রতারণা চক্র! পুজো দেওয়ার একটু ভুলে অ্যাকাউন্ট সাফ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement