Bollywood Gossip: বন্ধুর বরের সঙ্গে উত্তাল প্রেম-বিয়ে! স্নানের MMS ফাঁস নিয়ে তুমুল হৈচৈ! হৃতিকের হট নায়িকাকে চিনতে পারছেন?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bollywood Actress Gossip: কখনও হরমোনাল ইনজেকশনের কারণে, কখনও এমএমএস লিকের কারণে লাইমলাইটে। দ্রুত যৌবন পাওয়ার লক্ষ্যে পেশায় ডার্মাটোলজিস্ট মায়ের কাছ থেকে হরমোন ইঞ্জেকশন নিয়েছিলেন অভিনেত্রী, চিনতে পারছেন?
*কখনও হরমোনাল ইনজেকশনের কারণে, কখনও এমএমএস লিকের কারণে লাইমলাইটে রয়েছেন এই নায়িকা। তাঁর সঙ্গে বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। শিশুশিল্পী হিসেবে টিভি ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন হংসিকা মোতওয়ানি। ২০০০ সালে 'শাকা লাকা বুম বুম'-এ অভিনয় করেন এবং তারপরে একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল 'কিউকি সাস ভি কভি বহু থি'তেও কাজ করেন। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @ihansika)
advertisement
advertisement
*২০০৩ সালে হৃতিক রোশন ও প্রীতি জিন্টা অভিনীত 'কোই মিল গ্যায়া' ছবিতে অভিনয়ের প্রস্তাব পান হংসিকা মোতওয়ানি। এরপর তিনি তাঁর পরিবারের সঙ্গে বিদেশে চলে যান। ২০০৭ সালে ফের কামব্যাক। ৪ বছর পর অভিনয় ছেড়ে থাকার পরে তেলেগু ছবি 'দেশমুদুরু'র মাধ্যমে ফের পর্দায় ফেরেন। সেই সময় হরমোন ইনজেকশন নেওয়ার বিতর্ক তৈরি হয়। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @ihansika)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। ২০২২ সালে তাঁর ছবি 'মহা' নিয়ে বিতর্ক হয়। ছবির পোস্টারে হংসিকাকে সাধ্বীর পোশাকে নেশা করতে দেখা গিয়েছিল। হিন্দি ছবিতে খুব কমই কাজ করেছেন। তবে দক্ষিণী সিনেমার পরিচিত নায়কা। তিনি তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় চলচ্চিত্রে অভিনয় করেছেন। ৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @ihansika)