Kartik Puja : কার্তিক পুজো তো ছিল, কিন্তু লড়াইয়ের উল্লেখ নেই! কাটোয়ায় এত বড় বদলের ইতিহাস সামনে আনলেন গবেষক

Last Updated:

Katwa Kartik Puja : কাটোয়ার কার্তিক লড়াই কিন্তু আধুনিক কালের। একশো বছর আগে এই শহরে কার্তিক পুজোর প্রচলন থাকলেও লড়াইয়ের কোনও উল্লেখ পাওয়া যায়না।

+
কার্তিক

কার্তিক পুজোর প্রস্তুতি

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী : অপেক্ষা আর একটা দিনের, তারপরই কার্তিক লড়াইকে কেন্দ্র করে মেতে উঠবেন কাটোয়া শহরের বাসিন্দারা। শহরজুড়ে এইসময় ভিড় জমাবেন লক্ষাধিক মানুষ। ইতিমধ্যেই শহরজুড়ে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি, আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন থিম সেজে উঠছে শহরে। তবে জানেন কী এই কার্তিক লড়াই কিন্তু আধুনিক কালের।
একশো বছর আগেও এই শহরে কার্তিক পুজোর প্রচলন ছিল। কিন্তু কার্তিক লড়াইয়ের কোনও উল্লেখ পাওয়া যায়না। এই বিষয়ে শিক্ষক তথা স্থানীয় ইতিহাসবিদ তুষার পন্ডিত জানিয়েছেন, “কাটোয়ার কার্তিক লড়াই আধুনিক কালের। ১০০ বছর আগের প্রাচীন গ্রন্থ, ইতিহাস এবং সংবাদপত্র এবং কাটোয়ার যে প্রথম লিখিত ইতিহাস নিবারণ চন্দ্র চট্টোপাধ্যায় সেখানে কার্তিক পুজোর উল্লেখ আছে। কিন্তু কার্তিক লড়াইয়ের উল্লেখ নেই। এটা মূলত বাবু সম্প্রদায়, ধনী সম্প্রদায় পৃষ্ঠপোষকতায়, কিছুটা বারবনিতাদের সন্তান হীনতার যন্ত্রণা থেকে লাঘব পাওয়ার জন্য কার্তিক পুজোর প্রচলন করেন।
advertisement
advertisement
কাল থেকে কালান্তরে কার্তিকের চেহারা বদলেছে। এই মুহূর্তে এটি কাটোয়া মহকুমার খুবই গুরুত্বপূর্ণ উৎসব এবং এর সঙ্গে অর্থনীতির একটা গভীর সম্পর্ক জড়িয়ে রয়েছে। তুষার পন্ডিত আরও জানিয়েছেন, কার্তিক পুজো নিয়ে বিভিন্ন গল্প রয়েছে। তবে তার কোনও লিখিত প্রমাণ নেই, সবটাই মুখে মুখে ঘোরে। তিনি এই বিষয়ে আরও বলেন, “আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে কাঁধে করে কার্তিক ঘুরত। হ্যাঁচাকের আলো থাকত। তখন আধুনিক প্রযুক্তির আসেনি। সবটাই একমুখী, তবে কোথাও কোথাও বিপরীত মুখী শোভাযাত্রা হত।
advertisement
শোভাযাত্রার সামনে কাটোয়ার উচ্চবিত্ত ধনী লোকেরা থাকতেন। কিন্তু রক্তপাত বা সংঘর্ষের খবর কোনও খবরের কাগজে নেই। একটা অনুমান করা যেতে পারে, এখন লড়াই বিভিন্ন ক্লাবের মধ্যে বিস্তার পেয়েছে। কিন্তু যেটা শুরু হয়েছিল ধনবান ব্যক্তিদের মাধ্যমে। তাঁদের এক একটা ঠাকুর ছিল। যেমন লবণগোলার কার্তিক, খরেরবাজার, সাতভাই পুরনো, যেগুলি মূলত তারাই চালনা করতেন। তাদের যে আড়ম্বরের প্রতিযোগিতা, আড়ম্বরের লড়াই, ছিল। সেটি এখন শহরের কার্তিক লড়াইয়ে পরিণত হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সবমিলিয়ে এটা বলাই যায়, যে বাবুদের হাত ধরে বা ধনী ব্যবসায়ীদের হাত ধরে কার্তিক পুজোর শুরু হয়েছিল, তা এখন সর্বসাধারণের মধ্যে বিস্তার করেছে। তুষার পন্ডিতের কথায়, আজ থেকে পঞ্চাশ শাট বছর আগে কার্তিক লড়াইয়ের অনেকটাই বিশৃঙ্খলা ছিল। প্রশাসনের এতটা নিয়ন্ত্রণে ছিলনা। এরফলে কার্তিক লড়াইয়ের রাতগুলিতে শান্তিপ্রিয় মানুষ আতঙ্কে থাকতেন। গ্রাম থেকে এখনকার তুলনায় আগে অনেক বেশি মানুষ আসত। কিন্তু বিগত কয়েকবছর দেখা যাচ্ছে প্রশাসন পুরোটাই নিয়ন্ত্রণ করেছে। কার্তিক লড়াই এখন অনেক সুশৃঙ্খল এবং অনেক নান্দনিক হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kartik Puja : কার্তিক পুজো তো ছিল, কিন্তু লড়াইয়ের উল্লেখ নেই! কাটোয়ায় এত বড় বদলের ইতিহাস সামনে আনলেন গবেষক
Next Article
advertisement
Ghatshila By Election Result: বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মিটিয়ে নিল হেমন্ত সোরেনের দল
বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মেটাল হেমন্ত সোরেনের দল
  • ঘাটশিলা উপনির্বাচনে জেএমএম-এর জয়৷

  • বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতলেন জেএমএম প্রার্থী৷

  • প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ছেলেকে হারিয়ে জেএমএম-এর জয়৷

VIEW MORE
advertisement
advertisement