Marigold Price Hike: ঝপাঝপ পারদ পড়তেই তীব্র সংকটে গাঁদা চাষ! সরস্বতী পুজোয় ফুলের পিছনে বাড়বে বাজেট, আশঙ্কা সব মহলে

Last Updated:

Nadia Marigold Price Hike: এই পরিস্থিতিতে সরস্বতী পুজোর আগে গাঁদা ফুলের দাম কমার সম্ভাবনা খুবই কম, বরং দাম আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট চাষিরা

+
গাঁদা

গাঁদা ফুল 

কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার কৃষ্ণনগরের এক ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকায় গাঁদা ফুল চাষ করে জীবিকা নির্বাহ করেন চাষি নিমাই ধারা। চলতি শীতের মরশুমে দক্ষিণবঙ্গ জুড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। নদিয়া-সহ একাধিক জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রির নিচে। সাধারণত এই সময় শীতকালীন শাকসবজি ও ফুলের ফলন ভাল হওয়ার কথা থাকলেও, চলতি বছরে গাঁদা ফুলের ক্ষেত্রে তার ব্যতিক্রমই দেখা যাচ্ছে।
চাষিরা জানাচ্ছেন, শীতকাল গাঁদা ফুল চাষের জন্য উপযোগী হলেও এবছর আবহাওয়ার পারদ স্বাভাবিকের তুলনায় অনেকটাই নেমে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। তার উপর ভোরের দিকে ঘন কুয়াশা ও অতিরিক্ত শিশির পড়ার কারণে ফুলের গুণগত মান নষ্ট হচ্ছে। ফলে মাঠে ফুল থাকলেও বাজারে পাঠানোর মতো উন্নতমানের ফুলের পরিমাণ কমে যাচ্ছে। এই কারণেই বাজারে গাঁদা ফুলের জোগান কম এবং দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
advertisement
advertisement
নদিয়ার ওই নিমাই ধারা জানান, বর্তমানে চাষিরা ২০টি মালা দিয়ে এক ‘কুড়ি’ তৈরি করে বাজারে পাঠাচ্ছেন, যার দাম প্রায় ১৫০ টাকা পর্যন্ত উঠছে। প্রতিদিন আবহাওয়ার তারতম্যের প্রভাব সরাসরি পড়ছে ফুলের উপর। ফুলকে সতেজ ও মান বজায় রাখতে অতিরিক্ত ওষুধ ও পরিচর্যা করতে হচ্ছে, যার ফলে উৎপাদন খরচও বেড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই সেই অতিরিক্ত খরচ ফুলের দামের উপর প্রভাব ফেলছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অঞ্চলের গাঁদা ফুল প্রথমে স্থানীয় বাজারে যায়। সেখানে চাষিদের কাছ থেকে পাইকারি দামে আরতদারেরা ফুলের মালা কিনে নেন। পরে সেই মালাই আবার পাইকারি ও খুচরো বিক্রেতাদের হাতে পৌঁছয়। ফলে বাজারের শেষ ধাপে এসে ফুলের দাম আরও বেড়ে যায়। চাষিরা অকপটে স্বীকার করছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে এবছর ফুল চাষে ক্ষতির মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে সরস্বতী পুজোর আগে গাঁদা ফুলের দাম কমার সম্ভাবনা খুবই কম, বরং দাম আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট চাষিরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Marigold Price Hike: ঝপাঝপ পারদ পড়তেই তীব্র সংকটে গাঁদা চাষ! সরস্বতী পুজোয় ফুলের পিছনে বাড়বে বাজেট, আশঙ্কা সব মহলে
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement