Train Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা উস্কে দিল স্মৃতি, অভিশপ্ত করমণ্ডল থেকে আজও নিখোঁজ ২ যুবক
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Kanchenjunga Express-Coromandel Express Train Accident: পরিবারের দাবি, পরের দিন সকাল পর্যন্ত ফোন বেজে যায়। দুই পরিবারের লোকেরাই ঘটনার পর রাতেই দৌড়ে গিয়েছিল ঘটনাস্থলে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করে তারা। DNA টেস্টও করা হয়।
দক্ষিণ ২৪ পরগনা: কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনার স্মৃতি আবারও মনে করিয়ে দিল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিখোঁজ দুই যুবকের কথা। এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। ২৩ সালের ২ জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি সোনারপুরের দুই যুবকের।
দীপঙ্কর মণ্ডল ও অক্ষয় মিস্ত্রি দুই বন্ধু কাজের খোঁজে সোনারপুর থেকে পাড়ি দিয়েছিল। অক্ষয়ের বাড়ি সোনারপুরে, দীপঙ্কর সোনারপুরে মামার বাড়িতে থাকত। পাশাপাশি এলাকায় থাকার সুবাদে দু’জনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। ট্রেনে ওঠার পর দু’জনের সঙ্গেই তাঁদের পরিবারের শেষ কথা হয়েছিল। সন্ধ্যার দিকে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের লোকেরাই বারবার ফোন করলেও সেই ফোন কেউ ধরেনি।
advertisement
advertisement
পরিবারের দাবি, পরের দিন সকাল পর্যন্ত ফোন বেজে যায়। দুই পরিবারের লোকেরাই ঘটনার পর রাতেই দৌড়ে গিয়েছিল ঘটনাস্থলে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করে তারা। DNA টেস্টও করা হয়। যদিও তার রিপোর্ট এখনও আসেনি। ঘটনার পরপর পাশে থাকার বার্তা দিয়ে রাজনৈতিক নেতারা এলেও পরে আর কারও হদিস পাওয়া যায়নি।
advertisement
এখনও পর্যন্ত দুই পরিবারই ছেলের অপেক্ষায়। পরিবার এখনও জানে না, তাদের ছেলেরা আর ফিরে আসবে কিনা, ছেলেদের ফিরে আসার আশায় পথ চেয়ে আছেন সকলে।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2024 2:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা উস্কে দিল স্মৃতি, অভিশপ্ত করমণ্ডল থেকে আজও নিখোঁজ ২ যুবক