সমকামী সম্পর্ক বাঁচাতেই খুনের চেষ্টা? নাসিমা ও দীপার সম্পর্ক বাঁচাতেই খুনের চেষ্টা?
Last Updated:
কালনায় সমকামী সম্পর্কের জেরে হবু স্বামীকে খুনের চেষ্টার ঘটনায় নয়া মোড়। একবার চুক্তি করে বিয়ের সিদ্ধান্ত। আরেকবার চুক্তি
#বর্ধমান: কালনায় সমকামী সম্পর্কের জেরে হবু স্বামীকে খুনের চেষ্টার ঘটনায় নয়া মোড়। একবার চুক্তি করে বিয়ের সিদ্ধান্ত। আরেকবার চুক্তি করে বিয়ে ভাঙার সিদ্ধান্ত। নাসিমার জন্যই দীপা ও চিরঞ্জিতের পাঁচ বছরের সম্পর্কে বারবার এমন টানাপোড়েন বলে অভিযোগ।
বর্ধমানের কালনার বাসিন্দা দীপা ও চিরঞ্জিতের সম্পর্ক পাঁচ বছরের পুরনো। কিন্তু, ততটা মসৃণ ছিল না দু’জনের প্রেম। বারবারই নানা টানাপোড়েন দেথা দেয় দু’জনের সম্পর্কে। তা সত্ত্বেও তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি চরমে ওঠায় আইনি চুক্তিও করে তারা।
গ্রাফিক্স ইন
advertisement
চুক্তি করে বিয়ের প্রতিশ্রুতি!
১৫ ডিসেম্বর, ২০১৫
- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্ট্যাম্প পেপারে চুক্তি দু’পক্ষের
advertisement
- দু’পক্ষই সই করে ওই চুক্তিপত্রে
- ওই চুক্তির সাক্ষীও রয়েছে
কিন্তু, আচমকা নতুন করে সমস্যা দেখা দেয়। এবার আদালতের স্ট্যাম্প পেপারে লিখে বিয়ে ভেঙে দেয় দীপা।
চুক্তি ভেঙে বিয়ে বাতিল!
৯ অগাস্ট, ২০১৬
- বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেয় দীপা পণ্ডিত
- স্ট্যাম্প পেপারে লেখা হয় বিয়ে ভাঙার সিদ্ধান্ত
- দীপা ও কয়েকজন সাক্ষী সই করে তাতে
advertisement
‘আমার পক্ষে চিরঞ্জিৎ পালকে স্বামী বলে গণ্য করে, তার উপযুক্ত মর্যাদা দেওয়া সম্ভব নয়।’
এরপরেও, চিরঞ্জিৎ ও দীপা মঙ্গলবার মন্দিরে বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু, সোমবার রাতেই দীপা ও নাসিমার হাতে আক্রান্ত হয় চিরঞ্জিৎ্। সমকামী সম্পর্কের জেরেই কি বারবার এই টানাপোড়েন? চিরঞ্জিতের পরিবার সরাসরি অভিযোগ দীপার বান্ধবী নাসিমার বিরুদ্ধেই। নাসিমার পরিবার অভিযোগ অস্বীকার করেছে। উলটে দায় চাপিয়েছে দীপার দিকেই। সমকামিতার সম্পর্কের জেরেই দীপা ও চিরঞ্জিতের সম্পর্কে দ্বিধা-দ্বন্দ্ব? প্রাথমিক তদম্তে পুলিশের ইঙ্গিত সেদিকেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2016 7:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সমকামী সম্পর্ক বাঁচাতেই খুনের চেষ্টা? নাসিমা ও দীপার সম্পর্ক বাঁচাতেই খুনের চেষ্টা?









