Kali Puja 2025 : শুরু হয়েছিল ডিআরএমের হাত ধরে, কিন্তু আজ কালীপুজোয় মেতে ওঠে গোটা শহর! আয়োজন করেন এক রেলকর্মী
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Kali puja 2025 : শতবর্ষ পেরিয়েও চৌদ্দ চুলা কালীপুজো আজও আদ্রা রেলশহরের গৌরব ও সংস্কৃতির জীবন্ত সাক্ষী হয়ে আছে। প্রায় এক শতাব্দী আগে ডিআরএমের উদ্যোগে সূচনা হয়েছিল।
পুরুলিয়া, শান্তনু দাস: প্রায় এক শতাব্দী আগে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের তৎকালীন ডিআরএমের উদ্যোগে আদ্রা রেলশহরে যে কালীপুজোর সূচনা হয়েছিল, সেই ঐতিহ্য আজও অম্লান। সময়ের প্রবাহে বহু পরিবর্তন এলেও আদ্রা ডিভিশনেরই এক নিষ্ঠাবান রেলকর্মীর হাতে এই পুজো আজও সগৌরবে টিকে আছে। যা আজ পুরুলিয়া জেলার মধ্যে ঐতিহ্য ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছে।
বর্তমানে এই ঐতিহ্যবাহী কালীপুজোর সমস্ত দায়িত্ব ও আয়োজনের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন আদ্রা ডিভিশনেরই এক রেলকর্মী। জানা যায়, ১৯২৮ সালে আদ্রা রেলশহরে কোনও শ্মশানঘাট ছিল না। সেই সময় এক মারাত্মক মহামারীতে একসঙ্গে ১৪ জন মানুষের মৃত্যু ঘটে। তৎকালীন ডিআরএম চন্দ্র কুমার সরকারের উদ্যোগে তাদের শেষকৃত্যের জন্য ওই স্থানে ১৪টি পৃথক চুল্লি নির্মাণ করা হয়।
advertisement
আরও পড়ুন : কামারহাটিতে জন্ডিসের প্রকোপ, আক্রান্ত একাধিক! এলাকায় স্বাস্থ্য শিবির, মাঠে নেমেছে জেলা স্বাস্থ্য দফতর
সেই থেকেই স্থানটির নামকরণ হয় “চৌদ্দ চুলা”। পরবর্তীতে, স্থানটি শ্মশানঘাটে রূপান্তরিত হলে, চন্দ্র কুমার সরকার সেখানে কালীপুজোর প্রচলন করেন। আর এর পর থেকে এই স্থানটি শুধু শ্মশানঘাট হিসেবেই নয়, বরং একটি পবিত্র তীর্থক্ষেত্রের রূপ নিয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে এই কালীপুজো আজও ঐতিহ্যের সঙ্গে চালিয়ে আসছেন রেলকর্মীরা। তাঁর উদ্যোগে সম্প্রতি এখানে নতুনভাবে নির্মিত হয়েছে কালীমন্দির এবং উন্নত করা হয়েছে শ্মশানঘাটের পরিকাঠামো। প্রায় শতবর্ষ পেরিয়েও চৌদ্দ চুলা কালীপুজো আজও আদ্রা রেলশহরের গৌরব ও সংস্কৃতির জীবন্ত সাক্ষী হয়ে আছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 14, 2025 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : শুরু হয়েছিল ডিআরএমের হাত ধরে, কিন্তু আজ কালীপুজোয় মেতে ওঠে গোটা শহর! আয়োজন করেন এক রেলকর্মী