Jaundice Outbreak : কামারহাটিতে জন্ডিসের প্রকোপ, আক্রান্ত একাধিক! এলাকায় স্বাস্থ্য শিবির, মাঠে নেমেছে জেলা স্বাস্থ্য দফতর

Last Updated:

Jaundice : কামারহাটিতে জন্ডিসের প্রকোপ, আক্রান্ত একাধিক। এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে পৌরসভা ও জেলা স্বাস্থ্য দফতর।

+
আক্রান্ত

আক্রান্ত বাসিন্দারা

কামারহাটি, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কামারহাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড জুড়ে ছড়িয়ে পড়েছে জন্ডিসের প্রকোপ। একাধিক বাসিন্দা আক্রান্ত হওয়ায় এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে কামারহাটি পৌরসভা ও জেলা স্বাস্থ্য দফতর। পৌরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত  সদস্য শ্যামল চক্রবর্তী স্বয়ং পরিদর্শনে নেমেছেন আক্রান্ত অঞ্চলগুলিতে।
তিনি জানিয়েছেন, এলাকার বিভিন্ন স্থানে জল সরবরাহের পাইপলাইনে লিকেজ ও নিকাশি ব্যবস্থার সমস্যা চিহ্নিত হয়েছে। বিশেষত কালাচাঁদ স্কুল থেকে মৌসুমী মোড় পর্যন্ত রাস্তার ধারে একটি পাইপলাইনে ফাঁটল ধরা পড়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই স্থান থেকেই জলের দূষণ ছড়িয়ে পড়তে পারে। শ্যামল চক্রবর্তী জানান, পুরনো অ্যাসবেস্টার পাইপ বদলে নতুন পিভিসি পাইপ বসানোর কাজ শুরু হয়েছে। কোথাও যেন দূষণ না ছড়ায়, সে বিষয়টি আমরা নজরে রাখছি।
advertisement
আরও পড়ুন : অ্যাকাউন্টে ভর্তি টাকা, গলায় মোটা সোনার চেন! শ্যালককে দেখে হিংসা জামাইবাবুর! ব্যবসা হাতাতে হাড়হিম করা কাণ্ড
পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে, কামারহাটি পৌরসভার পক্ষ থেকে ক্লাবগুলির সহায়তায় স্বাস্থ্য শিবির চালু করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসা ও এলাকার মানুষকে সচেতন করতে চলছে প্রচার। পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সিএমওএইচ-এর তত্ত্বাবধানে স্বাস্থ্য আধিকারিকরাও এলাকায় শিবির করছেন এবং নাগরিকদের ফুটানো জল পান করার পরামর্শ দিচ্ছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জল সরবরাহ ব্যবস্থার দুর্বলতা নিয়েই এখন প্রশ্ন তুলছেন  বাসিন্দারা। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল সাহা বলেন, পুরো পরিস্থিতির ওপর আমাদের কড়া নজর রয়েছে। দ্রুত পাইপলাইন পরিবর্তনের কাজ চলছে। আশা করছি খুব শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এলাকার সাধারণ মানুষের একটিই প্রশ্ন, জলেই যদি সমস্যা হয় আর পৌরসভা উদাসীন থাকে, তাহলে আগামী দিনে মানুষ কীভাবে বাঁচবে!
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jaundice Outbreak : কামারহাটিতে জন্ডিসের প্রকোপ, আক্রান্ত একাধিক! এলাকায় স্বাস্থ্য শিবির, মাঠে নেমেছে জেলা স্বাস্থ্য দফতর
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement