Didir Doot: শঙ্খ বাজালেন কাকলি, ক্ষোভের মুখে জুন! দিদির দূত হয়ে মন জয়ের চেষ্টায় মরিয়া সাংসদ-বিধায়করা
- Published by:Debamoy Ghosh
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
কলকাতা ও পটাশপুর: কোথাও বিক্ষোভ, কোথাও আবার মন্ত্রীর সামনেই অভিযোগকারীকে চড় মারার অভিযোগ তৃণমূলকর্মীর বিরুদ্ধে। আবার কোথাও আম জনতার মন জিততে শঙ্খ বাজিয়ে পুজো দিলেন সাংসদ। সবমিলিয়ে প্রায় প্রতিদিনই ঘটনাবহুল হয়ে থাকছে তৃণমূলের দিদির সুরক্ষাকবচ কর্মসূচি।
সরকারি প্রকল্প সম্পর্কে মানুষকে অবহিত করতে এবং সাধারণ মানুষ সব সরকারি প্রকল্পের সুবিধা ঠিক মতো পাচ্ছেন কি না তা জানতেই পঞ্চায়েত ভোটের আগে নতুন এই কর্মসূচি শুরু করেছে শাসক দল। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দূত হিসেবে বিভিন্ন এলাকায় যাচ্ছেন তৃণমূলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং পদাধিকারীরা। যদিও বহু জায়গাতেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁদের। বাদ যাচ্ছেন না পোড়খাওয়া সাংসদ, বিধায়করাও।
advertisement
advertisement
এ সবের মধ্য়েই সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তাঁদের মন পাওয়ার চেষ্টায় ত্রুটি রাখছেন না দিদির দূতরা। যেমন শনিবার উত্তর চব্বিশ পরগণার বারাসত লোকসভার অন্তর্গত ছোট জাগুলি এলাকায় জনসংযোগে যান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এলাকার বাসিন্দদাদের বাড়িতে ঢুকে বসে মন দিয়ে আমজনতার সমস্যার কথা শুনতে দেখা যায় তাঁকে। পাশাপাশি শঙ্খ বাজিয়ে স্থানীয় একটি শিব মন্দিরেও পুজো দেন বারাসতের সাংসদ।
advertisement
যদিও ছবিটা সর্বত্র একই ছিল না। যেমন এ দিনই পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভার গোকুলপুর অঞ্চলের কাজি পাটনা গ্রামে দিদির দূত হিসেবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া। কাজি পাটনা গ্রামে গোকুলানন্দ বাবাজির মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন তিনি। যদিও রাস্তা খারাপ সহ বিভিন্ন দাবি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কথা শুনতে হয় তাঁকে।
advertisement
একই ভাবে বীরভূমের ময়ূরেশ্বরেও জনসংযোগে বেরিয়ে স্থানীয় বিধায়ক অভিজিৎ রায়কে নিয়ে দলীয় কর্মীদের একাংশেরই ক্ষোভের মুখে পড়েন বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল৷ উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই এক বিজেপি নেতাকে চড় মারার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে৷
সহ প্রতিবেদন: পঙ্কজ দাশরথি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 5:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Didir Doot: শঙ্খ বাজালেন কাকলি, ক্ষোভের মুখে জুন! দিদির দূত হয়ে মন জয়ের চেষ্টায় মরিয়া সাংসদ-বিধায়করা