Didir Doot: শঙ্খ বাজালেন কাকলি, ক্ষোভের মুখে জুন! দিদির দূত হয়ে মন জয়ের চেষ্টায় মরিয়া সাংসদ-বিধায়করা

Last Updated:
দিদির দূত হয়ে ছোট জাগুলি এবং পটাশপুরে কাকলি ঘোষ দস্তিদার ও জুন মালিয়া।
দিদির দূত হয়ে ছোট জাগুলি এবং পটাশপুরে কাকলি ঘোষ দস্তিদার ও জুন মালিয়া।
কলকাতা ও পটাশপুর: কোথাও বিক্ষোভ, কোথাও আবার মন্ত্রীর সামনেই অভিযোগকারীকে চড় মারার অভিযোগ তৃণমূলকর্মীর বিরুদ্ধে। আবার কোথাও আম জনতার মন জিততে শঙ্খ বাজিয়ে পুজো দিলেন সাংসদ। সবমিলিয়ে প্রায় প্রতিদিনই ঘটনাবহুল হয়ে থাকছে তৃণমূলের দিদির সুরক্ষাকবচ কর্মসূচি।
সরকারি প্রকল্প সম্পর্কে মানুষকে অবহিত করতে এবং সাধারণ মানুষ সব সরকারি প্রকল্পের সুবিধা ঠিক মতো পাচ্ছেন কি না তা জানতেই পঞ্চায়েত ভোটের আগে নতুন এই কর্মসূচি শুরু করেছে শাসক দল। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দূত হিসেবে বিভিন্ন এলাকায় যাচ্ছেন তৃণমূলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং পদাধিকারীরা। যদিও বহু জায়গাতেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁদের। বাদ যাচ্ছেন না পোড়খাওয়া সাংসদ, বিধায়করাও।
advertisement
advertisement
এ সবের মধ্য়েই সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তাঁদের মন পাওয়ার চেষ্টায় ত্রুটি রাখছেন না দিদির দূতরা। যেমন শনিবার উত্তর চব্বিশ পরগণার বারাসত লোকসভার অন্তর্গত ছোট জাগুলি এলাকায় জনসংযোগে যান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এলাকার বাসিন্দদাদের বাড়িতে ঢুকে বসে মন দিয়ে আমজনতার সমস্যার কথা শুনতে দেখা যায় তাঁকে। পাশাপাশি শঙ্খ বাজিয়ে স্থানীয় একটি শিব মন্দিরেও পুজো দেন বারাসতের সাংসদ।
advertisement
যদিও ছবিটা সর্বত্র একই ছিল না। যেমন এ দিনই পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভার গোকুলপুর অঞ্চলের কাজি পাটনা গ্রামে দিদির দূত হিসেবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া। কাজি পাটনা গ্রামে গোকুলানন্দ বাবাজির মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন তিনি। যদিও রাস্তা খারাপ সহ বিভিন্ন দাবি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কথা শুনতে হয় তাঁকে।
advertisement
একই ভাবে বীরভূমের ময়ূরেশ্বরেও জনসংযোগে বেরিয়ে স্থানীয় বিধায়ক অভিজিৎ রায়কে নিয়ে দলীয় কর্মীদের একাংশেরই ক্ষোভের মুখে পড়েন বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল৷ উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই এক বিজেপি নেতাকে চড় মারার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে৷
সহ প্রতিবেদন: পঙ্কজ দাশরথি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Didir Doot: শঙ্খ বাজালেন কাকলি, ক্ষোভের মুখে জুন! দিদির দূত হয়ে মন জয়ের চেষ্টায় মরিয়া সাংসদ-বিধায়করা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement