TMC: "মিথ্যা কথা! কাল মটন, বেগুন ভাজা, সব খেয়েছি" বিতর্কের জবাব দিলেন শতাব্দী

Last Updated:

TMC: শুক্রবার বীরভূমের হাসন গ্রামের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের খেতে বসার ছবি এই ছবি দিনভর ভাইরাল হয়।

শতাব্দী রায়।
শতাব্দী রায়।
কলকাতা: থালায় সাজানো খাবার। আশেপাশে বসে তখন অনেকে। কিন্তু ছবি তোলার পরে উঠে যান সাংসদ শতাব্দী রায়। শুক্রবার বীরভূমের হাসন গ্রামের তৃণমূল সাংসদের এই ছবি দিনভর ভাইরাল হয়। দিদির সুরক্ষা কবচ কর্মসূচির মধ্যে প্রত্যেক গ্রামে যাওয়ার কথা দিদির দূতদের। সেই মতো সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বসে খাবার খাওয়ারও কথা ছিল। কিন্তু শতাব্দী রায়ের এমন ছবি সামনে আসার পরে বিরোধীদের কটাক্ষের মুখে পড়েন তিনি। এদিন পাল্টা বিরোধীদের তোপ দেগে জবাব দেন বীরভূমের এই তারকা সাংসদ।
শতাব্দী রায় বলেন, "মিথ্যা কথা বলা হয়েছে। কালকে আমি ওখানেই খেয়েছি। মটন, বেগুন ভাজা, সব খেয়েছি। আমি মাটির বাড়িতে খেয়েছি। আমাকে ছবি তুলতে বলা হয়েছিল। এলাকার লোকেরা সংবাদমাধ্যমকে অবিশ্বাস করছে। আমি ১৪ বছর ধরে খেয়েছি, কালকেও খেয়েছি। আমার বদনাম করা হয়েছে। স্বাভাবিক বুদ্ধি দিয়ে বিচার করুন। আমাকে ফাইভ স্টার থেকে এনে খাওয়ানো হয়নি। আমি ওঁদের বাড়িতে খেতে পছন্দ করেছি। একদিন আপনারা আমার সঙ্গে চলুন।"
advertisement
advertisement
শুক্রবার বীরভূমের মাড়গ্রামে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন শতাব্দী রায়। সেই প্রসঙ্গে এদিন বলেন, "আমাকে ঘিরে বিক্ষোভ হয়নি। রাস্তা কেন হয়নি? ড্রেন কেন হয়নি? কল কেন হয়নি? এই সব প্রশ্ন ছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিক্ষোভ হয়নি। অভিযোগ শুনতেই গেছি। লোক জড়ো করা হচ্ছে বিক্ষোভ দেখানোর জন্য। আমার সঙ্গে সংবাদমাধ্যমের কোনও শত্রুতা নেই।"
advertisement
শনিবার ডেকার্স লেনে ক্লাসিক ফাস্ট ফুড সেন্টারে এদিন খেতে আসেন শতাব্দী রায় ও কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন বলেন, "শতাব্দীকে নিয়ে সস্তা, অপপ্রচার করছে। শতাব্দী তিনবারের সাংসদ। সেটা বিরোধীদের মাথায় রাখা উচিত। আমরা আনন্দের সঙ্গে পালন করছি কর্মসূচী। মানুষের সমস্যা বুঝতেই যাওয়া। বিজেপির লোক ও দম নেই৷ তাদের পক্ষে সম্ভব নয়। তাই অপপ্রচার করছে।"
advertisement
বিজেপিকে তোপ দেগে কুণাল বলেন, "এরা রাজনৈতিক পর্যটক। বিজেপির লোক নেই। ক্ষমতার অপব্যবহার করে এখানে টিম পাঠাচ্ছে। রাজ্য সেরা পুরষ্কার পায়। আর ওরা হতাশায় ভোগে।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: "মিথ্যা কথা! কাল মটন, বেগুন ভাজা, সব খেয়েছি" বিতর্কের জবাব দিলেন শতাব্দী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement