Jyotipriya Mallick Birthday: জ্যোতিপ্রিয় জেলে, জন্মদিনে কাতলা-পাবদা খাওয়াল অনুগামীরা

Last Updated:

হাবড়া পুরসভার বিবেকানন্দ ভবনের ভবঘুরেদের পাবদা মাছ, কাতলা মাছ, মিষ্টি দই খাইয়ে প্রিয় নেতার জন্মদিন পালন করেন। ৫৫ জন ভবঘুরে বৃদ্ধ-বৃদ্ধা এদিন পাত পেড়ে খান

+
title=

উত্তর ২৪ পরগনা: ১৭ নভেম্বর জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিন। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী রেশন দুর্নীতিতে জড়িয়ে এই মুহূর্তে হাজতবাস করছেন। অথচ এর আগে প্রতিবছর দিনটি ধুমধাম করে উদযাপন করত হাবড়ার জ্যোতিপ্রিয় অনুগামীরা। কেক কেটে জন্মদিনের আনন্দে মেতে উঠত বালুদার ভক্তরা। এবর জ্যোতিপ্রিয় হাজির না থাকায় কিছুটা হলেও মন খারাপ অনুগামীদের।
শুক্রবার রাজ্যের এই হেভিওয়েট রাজনীতিবিদের ৬৭ তম জন্মদিন। তবে জেলে থাকায় স্বাভাবিকভাবেই জ্যোতিপ্রিয় মল্লিক এদিন কোন‌ও অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। আর তাই বালুকে ছাড়াই এদিন জন্মদিন সেলিব্রেশন হল হাবড়ায়। স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা হাবড়া পুরসভার বিবেকানন্দ ভবনের ভবঘুরেদের পাবদা মাছ, কাতলা মাছ, মিষ্টি দই খাইয়ে প্রিয় নেতার জন্মদিন পালন করেন। ৫৫ জন ভবঘুরে বৃদ্ধ-বৃদ্ধা এদিন পাত পেড়ে খান। তবে এবার আর কেক কাটা হল না জন্মদিন উদযাপনে।
advertisement
advertisement
এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হাবড়ার পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা। প্রতিবছর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনে এই ভবঘুরেদের আবাসনে কেক কেটে খাওয়া দাওয়ার পাশাপাশি নতুন বস্ত্রসহ শীতবস্ত্র দান করে জন্মদিন উদযাপন করতেন মন্ত্রী। এদিকে জেলে থাকা মন্ত্রীর এভাবে জন্মদিন উদযাপন নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। যদিও সে সবে কান দিতে রাজি নয় তাঁর অনুগামীরা।
advertisement
রুদ্রনারায়ণ রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jyotipriya Mallick Birthday: জ্যোতিপ্রিয় জেলে, জন্মদিনে কাতলা-পাবদা খাওয়াল অনুগামীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement