Rash Purnima 2023: শান্তিপুরের রাস শোভাযাত্রা কোন পথে? জানুন সবটা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
রাস নিয়ে দু'দিন আগে শান্তিপুর থানায় একপ্রস্থ আলোচনা হয়ে গিয়েছে। সেই আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী এদিন শোভাযাত্রার রাস্তা পর্যবেক্ষণ করতে বের হন সকল দফতরের প্রতিনিধিরা
শান্তিপুর: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে সুষ্ঠুভাবে। এবার প্রতীক্ষা জগদ্ধাত্রীপুজোর। পাশাপাশি আসন্ন রাস উৎসব উপলক্ষে পুজো উদ্যোক্তারা তৎপর হয়েছেন। শ্রেষ্ঠ মণ্ডপ, পুজো, প্রতিমা, শোভাযাত্রা, আলোকসজ্জা চূড়ান্ত। বেশকিছু জায়গায় খুঁটি কিংবা পাট পুজোর মধ্যে দিয়ে তার কাজকর্মও শুরু হয়ে গেছে। তবে প্রশাসনের কাছে সুষ্ঠভাবে শোভাযাত্রা পরিচালনা করা একটা চ্যালেঞ্জ।
রাস নিয়ে দু’দিন আগে শান্তিপুর থানায় একপ্রস্থ আলোচনা হয়ে গিয়েছে। সেই আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী এদিন শোভাযাত্রার রাস্তা পর্যবেক্ষণ করতে বের হন সকল দফতরের প্রতিনিধিরা। পথে ইলেকট্রিক পোল এবং কেবল তার, নিকাশি ব্যবস্থা সংক্রান্ত নানান সমস্যা লিপিবদ্ধ করেন তাঁরা। কোনও কোনও ক্ষেত্রে রাস্তার পাশে বসত বাড়ির অবৈধ নির্মাণ সম্পর্কিত বিষয়েও তাঁদের সতর্ক করা হয়। পুরপ্রধান সুব্রত ঘোষ জানান, জগত বিখ্যাত রাস উপলক্ষে শান্তিপুরের সমস্ত নাগরিক তো বটেই তাঁদের আত্মীয় পরিজন সহ বাইরে থেকে প্রচুর দর্শনার্থী এই সময় হাজির হন। তাঁদের কাছে একটি সার্বিক সুষ্ঠ সুন্দর শোভাযাত্রা তুলে ধরতে প্রশাসন বদ্ধপরিকর।
advertisement
আরও পড়ুন: এখানে বুড়ো কার্তিক রূপে পুজো পান মহাদেব
advertisement
রাস্তার পাশের নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর ফলে রাস্তার বেশ কিছু অংশ চওড়া হয়েছে, যা অনেকটাই সুবিধাজনক। অন্যদিকে রাস্তা কিছুটা উঁচু করার ফলে উচ্চতা কমেছে ইলেকট্রিক পোলের। বিষয়টি বিদ্যুৎ দফতর বিশেষভাবে দেখছে। সুতরাং মনে করা হচ্ছে প্রত্যেক শোভাযাত্রার মতো আসন্ন রাস পূর্ণিমার শোভাযাত্রাও ঢেলে আনন্দ দিতে চলেছে শান্তিপুরবাসীকে।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 7:02 PM IST