Kartik Puja 2023: এখানে বুড়ো কার্তিক রূপে পুজো পান মহাদেব
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর অন্যতম বৈশিষ্ট্য, কার্তিক ঠাকুরের পাশাপাশি অন্যান্য হিন্দু দেব-দেবীদের পুজো
হুগলি: বাঁশবাড়িয়ার কার্তিক পুজোর নাম জেলার বাইয়েও ছড়িয়ে রয়েছে। কার্তিকপুজো উপলক্ষে সেজে উঠেছে গোটা বাঁশবেরিয়া। বহু মানুষের সমাগম হয় এই পুজো উপলক্ষে। প্রায় ২০০ টির বেশি সার্বজনীন কার্তিক পুজো হয় হুগলির বাঁশবেড়িয়া ও সাহাগঞ্জ এলাকা মিলিয়ে। তবে দর্শনার্থীরা এখানে এসে শুধুমাত্র কার্তিক ঠাকুর নন, তাঁর সঙ্গে দেখতে পান হিন্দু পুরাণের নানান দেব-দেবীদের।
বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর অন্যতম বৈশিষ্ট্য, কার্তিক ঠাকুরের পাশাপাশি অন্যান্য হিন্দু দেব-দেবীদের পুজো। ঠিক সেরকমভাবেই বুড়ো কার্তিক হিসেবে পূজিত হন মহাদেব। এখানে পুজো করা হয় নারায়ণকে। কোথাও আবার রাধাকৃষ্ণের পুজোও হয়। আবার কোথাও দেবী দুর্গাও কার্তিক ঠাকুরের সঙ্গে পূজিত হন।
advertisement
advertisement
বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর এই বিশেষ বৈচিত্র্য থাকার কারণও আছে। এখানে এইভাবে কার্তিক পুজোর রীতি বহু যুগের। স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা বিশ্বাস করেন কার্তিক ঠাকুরের সঙ্গে সম্পর্কিত সকলের একসঙ্গে পুজো করায়। তাই এই রীতি চলে আসছে।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 6:51 PM IST