Alipurduar News: ছট পুজোর ঘাটে যখন তখন চলে আসছে হাতি! আতঙ্কে পুজো নিয়ে সংশয়
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
একদিন বাদেই ছটপুজো। কালচিনির বাসরা নদীর ঘাটে ছটপুজোর আয়োজন করা হয় প্রতিবছর। সব থেকে বড় ছটঘাট নির্মাণ করা হয় এখানেই। অথচ হাতির তাণ্ডবের কারণে ছটপুজোর একদিন আগেও এবার ছটঘাট নির্মাণ করা সম্ভব হয়নি
আলিপুরদুয়ার: ছট-ঘাটে যখন তখন চলে আসছে হাতি। যা দেখে চিন্তিত পুণ্যার্থী থেকে শুরু করে বনকর্মীরা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ছটপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে তো?
একদিন বাদেই ছটপুজো। কালচিনির বাসরা নদীর ঘাটে ছটপুজোর আয়োজন করা হয় প্রতিবছর। সব থেকে বড় ছটঘাট নির্মাণ করা হয় এখানেই। অথচ হাতির তাণ্ডবের কারণে ছটপুজোর একদিন আগেও এবার ছটঘাট নির্মাণ করা সম্ভব হয়নি পুজো কমিটির পক্ষে। রাতে হাতির দল আসছে। দিনের বেলাতেও একটি বুনো হাতিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে ছটঘাটে। ফলে আতঙ্ক বেড়েছে।
advertisement
advertisement
এই ছটঘাটে পুজোর জন্য হাজির হন প্রায় পাঁচ হাজার মানুষ। যেভাবে বুনো হাতি ঘাটের পাশে ঘুরে বেড়চ্ছে তাতে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। ছট পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বনকর্মীদের কাছে সব সময় টহলের অনুরোধ করা হয়েছে। কিন্তু তাতেও যে পরিস্থিতি ঠিক থাকবে তার কোনও নিশ্চয়তা নেই।
advertisement
এদিকে ছট পুণ্যার্থীদের নিয়ে চিন্তিত বন দফতরও। এই বিষয়ে হ্যামিল্টনগঞ্জের রেঞ্জ অফিসার অঙ্কণ নন্দী বলেন, আমরা প্রস্তুত রয়েছি। একদল হাতি জঙ্গলে অবস্থান করছে। বনকর্মীরা টহল দেবে। কিন্তু তারপরেও যদি কোনও ঘটনা ঘটে যায় তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে।
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 17, 2023 6:42 PM IST








