Howrah News: শীতে ফুল ভর্তি ছাদ বাগানের শখ? এই নিয়মে মাটি তৈরি করলে স্বপ্ন সত্যি হবে

Last Updated:

ডালিয়া, চন্দ্রমল্লিকা, ক্যালেন্ডুলা, জিনিয়া, প্যাঞ্জির মত নানা ফুলে ভরে ওঠে শীত বাগান। তবে এসব এমনি এমনি হয় না। নির্দিষ্ট নিয়ম মেনে গাছ লালন পালন করতে হয়

+
title=

হাওড়া: শীতের সিজনে ফুল ভাল পেতে হলে গাছ লাগান নির্দিষ্ট নিয়ম মেনে। শুধু বাড়ির সামনের বাগান নয়, নির্দিষ্ট নিয়ম মেনে গাছ লাগালে বাড়ির ছাদেও গড়ে তুলতে পারেন সুদৃশ্য বাগান। এই শীতকালে সেই বাগানে শোভা পাবে রকমারি ফুল। কিন্তু তার জন্য সবচেয়ে জরুরি সঠিকভাবে মাটি তৈরি করা। কিন্তু সেটা কীভাবে করবেন জেনে নিন।
এখন অনেকেই শীতকালে টবে নানান ফুলের গাছ লাগান। ডালিয়া, চন্দ্রমল্লিকা, ক্যালেন্ডুলা, জিনিয়া, প্যাঞ্জির মত নানা ফুলে ভরে ওঠে শীত বাগান। তবে এসব এমনি এমনি হয় না। নির্দিষ্ট নিয়ম মেনে গাছ লালন পালন করতে হয়। আর সেটা না করলে টবে গাছ লাগানো সত্ত্বেও অনেক সময় মনের মত ফুল ফোটে না। সেই দিক থেকে এই নিয়ম জানলে শীতের মরশুমি গাছে ফুটবে মনের মত।
advertisement
advertisement
টবে গাছ লাগানোর ক্ষেত্রে মূল বিষয় হল মাটি। তার পাশাপাশি টবের আকারের উপর নির্ভর করে গাছের ফুল। ইনকা গাছ ৪ থেকে ৮ ইঞ্চি টবে হতে পারে। তবে বড় টবেই গাছ ভাল হয়। মূল বিষয় গাছের উপর গুরুত্ব রেখে টবের সাইজ নির্ধারিত হয়। যেমন প্যাঞ্জি ফুলের ক্ষেত্রে চওড়া টবের প্রয়োজন। গাছ লাগানোর জন্য কমপক্ষে চার থেকে ছয় মাস আগে তোলা মাটি দিতে হবে। এঁটেল মাটি হলে তাতে ৩০% বালি মেশাবেন। মাটি অনুযায়ী বালির পরিমাণ মেশাতে হবে। ১০ -২০% ভার্মি কম্পোস্ট মেশাতে হবে। তাতে মাটি আলগা থাকবে, গাছ ভাল শিকড় ছাড়বে।
advertisement
৮ ইঞ্চি টবের ক্ষেত্রে ১০% বালি। ভার্মি কম্পোস্ট ২০%, এক মুঠো হাড় গুঁড়ো, এক মুঠো সিং কুচি, ২৫-৪০ গ্রাম সর্ষের খোল, ১০-১৫ গ্রাম নিম খোল, ২ চা চামচ সুপার ফসফেট মেশাতে হবে। মিশ্রিত মাটি অন্ততপক্ষে ১০ দিন হালকা ভেজা অবস্থায় রেখে দেওয়ার পর গাছ লাগান।
দীর্ঘ প্রায় ৩৫-৪০ বছর ধরে নার্সারিতে গাছ পালন করা তাপস বাঙাল শীতকালে টবে ফুল গাছ লাগানোর এই টিপস দিয়েছেন। তাপসবাবু আর‌ও জানান, সময়মত ফুল পেতে চারা তৈরি বা চারা পটিং করার জন্য নির্দিষ্ট সময় মানা প্রয়োজন।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: শীতে ফুল ভর্তি ছাদ বাগানের শখ? এই নিয়মে মাটি তৈরি করলে স্বপ্ন সত্যি হবে
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement