Bankura News: বিশ্বকাপ জ্বরে বুঁদ বাঁকুড়া, দেদার বিকোচ্ছে রোহিত-বিরাটদের জার্সি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
বিশ্বকাপ জ্বরে রীতিমতো বুঁদ বাঁকুড়া শহর। দেদার বিক্রি হচ্ছে ভারতীয় দলের জার্সি, জাতীয় পতাকা
বাঁকুড়া: ১২ বছর পর আবার ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত। মুখোমুখি অস্ট্রেলিয়া। ফলে কুড়ি বছর আগের বিশ্বকাপ ফাইনালে সৌরভের টিম ইন্ডিয়ার হারের বদলা নেওয়ার মধুর সুযোগ। আর সেই উত্তেজনায় ফুটছে গোটা দেশ। তাতে সামিল বাঁকুড়াও। সকলেই ১৯ নভেম্বর রাতে রোহিত শর্মার হাতে বিশ্বকাপ দেখতে চান।
বিশ্বকাপ জ্বরে রীতিমতো বুঁদ বাঁকুড়া শহর। দেদার বিক্রি হচ্ছে ভারতীয় দলের জার্সি, জাতীয় পতাকা। দেখলে মনে হতে পারে সামনে বুঝি ১৫ অগস্ট। ক্রেতাদের চাপ সামাল দিতে ভোরবেলা থেকেই খুলে যাচ্ছে খেলার সরঞ্জামের দোকান। ক্ষুদে ক্রিকেটাররা জমা হচ্ছে সেই দোকানে। কেউ কিনছে ‘টিম ইন্ডিয়ার’ জার্সি, আবার কারোর নজর বিরাটের মত ব্যাটের দিকে। ভারত ফাইনালে ওঠার উন্মাদনায় খুদে ক্রিকেটাররা কিনছেন ডিউস বল। পাড়ায় পাড়ায় শুরু হয়েছে ‘বিরাট’ প্রস্তুতি। লাগানো হয়েছে সকলের প্রিয় ভারতীয় ক্রিকেট দলের পোস্টার। আলাদা করে পোস্টার লাগানো হয়েছে রোহিত- বিরাট এবং বুমরাহর। দুটি বিল্ডিংয়ের মাঝে ঝুলছে বিশাল বড় জাতীয় পতাকা।
advertisement
আরও পড়ুন: লং জাম্পে দেশের সেরা পুড়শুড়ার নন্দিনী
advertisement
শহরের গোলপার্ক মার্কেটের খেলার সরঞ্জাম বিক্রির দোকানের কর্ণধার আশিস হাজরা জানালেন, বিশ্বকাপ ফাইনালে ভারত ওঠার পর অন্য রকমের উন্মাদনা কাজ করছে বাঁকুড়াবাসীর মনে। এতে তাঁদের জার্সি বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। জার্সি ছাড়াও বিশ্বকাপকে কেন্দ্র করে বাঁকুড়ার কচিকাঁচাদের ক্রিকেট খেলার উন্মাদনা বেড়েছে। পলি সকাল থেকে কেউ ব্যাটে লাগাচ্ছেন গ্রিপ আবার কেউ কিনছেন সিনথেটিক ডিউস বল। এক কথায় ভারতীয় ক্রিকেটের এই বিরাট সাফল্য প্রভাব ফেলেছে বাঁকুড়ার বাজারেও। উৎসাহী কিশোর প্রীতম দাস মোদকের কথায়, সাদা বলের ক্রিকেটে ভারত ফাইনালে উঠেছে বলে সাদা ডিউস বল কিনেছি। চোখ বন্ধ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ফাইনাল জিতবে। আমরাই চ্যাম্পিয়ন হব!
advertisement
গোটা দেশ বিশ্বকাপ ফাইনালের জন্য প্রস্তুত। রবিবার শুধু বাকি কাজটা সারতে হবে রোহিত-বিরাটদের আর তাহলেই আবার গোটা ভারত মেতে উঠবে দিওয়ালির আনন্দে।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 5:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বিশ্বকাপ জ্বরে বুঁদ বাঁকুড়া, দেদার বিকোচ্ছে রোহিত-বিরাটদের জার্সি
