চাকরি চাই? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ! জেনে নিন আবেদনের শেষ তারিখ
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Job Opportunities: কাজের খোঁজ করছেন? তবে চিন্তা করবেন না এবার পূর্ব বর্ধমান জেলায় রয়েছে চাকরির সুযোগ।
পূর্ব বর্ধমান: কাজের খোঁজ করছেন? তবে চিন্তা করবেন না এবার পূর্ব বর্ধমান জেলায় রয়েছে চাকরির সুযোগ। পূর্ব বর্ধমানের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে রয়েছে চাকরির সুযোগ। এই বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে পদার্থবিদ্যা বা ইলেক্ট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তবে আবেদনকারীকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) অথবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন- অভিষেক এখন অনেক দূরে! শুরু থেকেই হৃদয়ে রয়ে গেলেন একজনই? ঐশ্বর্যর ফোনের ওয়ালপেপারে কার ছবি এটা? দেখলে চমকাবেন
এছাড়াও একই সঙ্গে আবেদনকারীকে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS) এবং অ্যাপ্লিকেশনের জ্ঞান, মাইক্রোওয়েভস কমিউনিকেশন সিস্টেম ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লিকেশন, এক বা একাধিক প্রোগ্রামিং ভাষাতে দক্ষতা , মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক সিস্টেম ডিজাইন/ এমবেডেড সিস্টেম ডিজাইনে অভিজ্ঞতা এবং ক্ষেত্রের অধ্যয়নের জন্য ভারতের মধ্যে ভ্রমণের ইচ্ছা থাকা আবশ্যক।
advertisement
advertisement
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য প্রার্থীকে নির্দিষ্ট পদে মোট ৩৬ মাসের জন্য কাজ করতে হবে। নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। নির্দিষ্ট বিষয়ে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ডাকযোগে জীবনপঞ্জি এবং অন্যান্য নথি সহ আবেদনপত্র পাঠাতে হবে। একইসঙ্গে ২৫০ টাকার একটি ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে।
advertisement
নির্দিষ্ট পদে আবেদন গ্রহণের শেষ দিন ১৫ ডিসেম্বর। বাছাই করা আবেদনকারীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। আবেদনপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় নিজে গিয়ে জমা দিয়ে আসতে হবে অথবা ডাকযোগেও পাঠানো যাবে। নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়া প্রয়োজন।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2024 5:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চাকরি চাই? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ! জেনে নিন আবেদনের শেষ তারিখ