Jhargram News: গোদের উপর বিষফোঁড়া! এই কারণে ফের বাজারে অগ্নিমূল্য হতে পারে সবজির দাম

Last Updated:

বাঁধাকপি এবং ফুলকপির চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। যে কোনও সময় অগ্নিমূল্য হতে পারে সবজির দাম।

+
কুয়াশার

কুয়াশার কারণে ক্ষতি হচ্ছে বাঁধাকপির

ঝাড়গ্রাম: গোদের উপর বিষফোঁড়া কথাটা বললে ঠিক ভুল হবে না। দানা ঘূর্ণিঝড় সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সঠিক সময়ে কোনও ফসলই চাষ করা সম্ভব হয়নি। যেটুকু চাষ করা হয়েছে তাও আবার ক্ষতি হয়ে যাচ্ছে। তার কারণ মেঘলা আকাশ এবং কুয়াশা। কুয়াশা থাকার কারণে খুব তাড়াতাড়ি ছোট গাছেই ফুলকপি ফুটে যাচ্ছে। ফলে আর বড় আকারের হচ্ছে না, যার সঠিক দামও পাচ্ছে না চাষিরা। অপরদিকে বাঁধাকপির বাঁধন ধরার আগে পচে যাচ্ছে। ফলে যে কোনও সময় বাড়তে পারে সবজির দাম।
ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা ও কংসাবতী নদী তীরবর্তী এলাকায় প্রচুর পরিমাণে শীতের সবজি চাষ হয়ে থাকে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সঠিক সময়ের কিছু পরে চাষিরা সবজি চাষ শুরু করেছে। আর এর মধ্যে মাঝে মধ্যেই ঘন কুয়াশার কারণে ব্যাপক ক্ষতি হচ্ছে ফুলকপি ও বাঁধাকপির।
আরও পড়ুন: শীতের ছুটিতে টুক করে ঘুরে আসতে পারেন সবুজদ্বীপে! কলকাতার খুব কাছে, খরচ নামমাত্র
ফুলকপি চাষি অমলেন্দু মাইতি বলেন, “ঘন কুয়াশার কারণে বাঁধাকপি জমিতেই পচে যাচ্ছে। পোকাও লেগে যাচ্ছে অনেক গাছে। কুয়াশার কারণে ফুলকপিগুলি অনেক সময় তাড়াতাড়ি ফুটে যাচ্ছে। কখনও আবার সাদা রঙের পরিবর্তে সবুজ বা হালকা বেগুনি রঙের হয়ে যাচ্ছে। ফলে আমাদেরকে খুব তাড়াতাড়ি কেটে ফেলতে হচ্ছে ফুলকপিগুলিকে। যা বাজারে সঠিক দাম পাচ্ছি না। এইভাবে চলতে থাকলে একটা সময় সবজির আকাল দেখা দেবে এবং বাজারে হঠাৎ করে প্রচুর দাম বেড়ে যাবে।”
advertisement
advertisement
আরও পড়ুন: হাতা-খুন্তি হাতেই আসবে টাকা! জঙ্গলমহলের মহিলাদের জন্য নতুন উদ্যোগ প্রশাসনের
প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একের পর এক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের। চাষিদের এইভাবে ক্ষতি হতে থাকলে যার প্রভাব পড়বে সরাসরি বাজারে। সবজির দাম হঠাৎ করে আগুন ছোঁয়া হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়তে হবে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষ জনকে।
advertisement
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: গোদের উপর বিষফোঁড়া! এই কারণে ফের বাজারে অগ্নিমূল্য হতে পারে সবজির দাম
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement